এফডিসিতে সালমান শাহকে স্মরণ
ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহর ২২তম মৃত্যুবার্ষিকী আজ। তাঁরই স্মরণে এফডিসিতে কোরআন খতম, মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আমরা আজ সকাল থেকেই এফডিসির মসজিদে কোরআন খতম পড়াচ্ছি। দুপুরে আমরা অসচ্ছল শিল্পী ও টেকনিশিয়ানদের মাঝে খাবার বিতরণ করেছি। বাদ আসরে শিল্পী সমিতিতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছি।’
জায়েদ আরো বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রে এত জনপ্রিয়তা কোনো শিল্পী অর্জন করতে পারেননি। মৃত্যুর ২২ বছর পরও বাংলাদেশের মানুষ তাঁকে ভুলতে পারেন নি। এখনো অনেকেই এফডিসিতে এলে সালমান শাহ কোথায় শুটিং করতেন, তা দেখতে চায়। উনার অভিনয় আমাদের দেশের চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে। আমার ভাগ্য খারাপ, কারণ আমি উনাকে কোনো দিন সামনাসামনি দেখতে পারিনি, কারণ আমি চলচ্চিত্রে এসেছি ২০০৭ সালে। আপনারা সবাই সালমান শাহর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাঁর আত্মাকে শান্তিতে রাখেন।’
১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে সালমান শাহ চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তাঁর অভিনীত ২৭টি ছবিই দর্শকপ্রিয় হয়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে তাঁর মৃত্যু হয়। এর পর ২২ বছর কেটে গেলেও উন্মোচন হয়নি তাঁর মৃত্যুর রহস্য।