কার্তিকের খ্যাতিতে নুসরাতের ঈর্ষা?
বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা যে শুধুই সুন্দরী, তা নয়। মেধায়ও তিনি অনন্য। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি ক্যারিয়ার শুরু করেন ২০০৯ সালে, ‘কাল কিসনে দেখা’ ছবি দিয়ে। কিন্তু এখনো বলিউডে তেমন জায়গা করতে পারেননি নুসরাত।
এদিকে কার্তিক আরিয়ান ‘সোনু কে টিটু কি সুইটি’ ছবির পর রাতারাতি তারকা বনে গেছেন। অথচ এ ছবিতে তাঁরই নায়ক ছিলেন কার্তিক। কিন্তু বলিউডে জায়গা পেতে নুসরাতকে এখনো সংগ্রাম করতে হচ্ছে।
এ অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র ভারতের সংবাদমাধ্যম বলিউড বাবলকে বলেছে, নুসরাত চরম হতাশায় ডুবেছেন। ‘সোনু কে টিটু কি সুইটি’ ছবির পর কার্তিক এখন পাদপ্রদীপের আলোয়। কিন্তু একই ছবিতে সহ-অভিনেতা হয়েও পরিচিতি পাননি তিনি।
নুসরাত ও কার্তিক চারটি ছবিতে কাজ করেছেন—পেয়ার কা পঞ্চনামা, পেয়ার কা পঞ্চনামা-২, আকাশবাণী ও সোনু কে টিটু কি সুইটি। কিন্তু এ অভিনেত্রী বুঝতে পারছেন না, কী হচ্ছে আসলে তাঁর সাথে। কেন শুধু কার্তিক রাতারাতি তারকা বনে গেলেন?
যেখানে পরবর্তী বড় বাজেটের ছবি পেতে নুসরাতকে রীতিমতো ঘাম ঝরাতে হচ্ছে, সেখানে কার্তিকের হাতে কয়েকটি ছবি! কার্তিক আরিয়ান এখন কৃতী শ্যাননের সঙ্গে জুটি বেঁধে ‘লুকা ছুপা’ ছবির শুটিং করছেন।
শোনা যাচ্ছে, পেয়ার কা পঞ্চনামার তৃতীয় সিরিজের জন্য তাঁকে নির্বাচন করা হয়েছে। বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে ‘আঁখি-২’ ছবিতে কাজ করছেন কার্তিক। এ ছাড়া তারকা পরিচালক সঞ্জয় লীলা বানসালির একটি রোমান্টিক ছবিতেও কাজ করবেন কার্তিক আরিয়ান।
কার্তিক আরিয়ানের সুসময় যাচ্ছে। অন্যদিকে নুসরাতের মেধা থাকা সত্ত্বেও আলোর মুখ দেখছেন না। তবু ভক্তরা বিশ্বাস করেন, নুসরাত টিকে যাবেন!