‘এস এম সোলায়মান প্রণোদনা’ পাচ্ছেন বাকার বকুল

Looks like you've blocked notifications!
প্রয়াত নাট্যব্যক্তিত্ব এস এম সোলায়মান (বাঁয়ে) ও বাকার বকুল (ডানে)। ছবি : সংগৃহীত

প্রয়াত নাট্যব্যক্তিত্ব এস এম সোলায়মানের নামে প্রবর্তিত ‘এস এম সোলায়মান প্রণোদনা-২০১৮’ পুরস্কার পাচ্ছেন অভিনেতা ও নাট্যনির্দেশক বাকার বকুল।

এ বিষয়ে এনটিভি অনলাইনকে বাকার বকুল বলেন, ‘স্বীকৃতি পেলে সবার ভালো লাগে। শিল্পীরা কাজে দ্বিগুণ উৎসাহিত হয়। মনে মনে ভাবে কাজটা হচ্ছে। একটা স্বীকৃতি পেতে যাচ্ছি, তাই আমারও ভালো লাগছে। তবে আমি মনে করি, শিল্পীরা কাজের মাধ্যমে নিজেদের পুরস্কার নিজেকে দেয়।’

আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টায় থিয়েটার আর্ট ইউনিটের আয়োজনে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে অনুষ্ঠিত হবে এস এম সোলায়মান প্রণোদনা ও স্মারক বক্তৃতা অনুষ্ঠান। সেখানেই ‘এস এম সোলায়মান প্রণোদনা-২০১৮’ নেবেন বাকার বকুল।

এবারের আয়োজনে স্মারক বক্তৃতা দেবেন লেখক ও গবেষক সাজেদুল আউয়াল। প্রধান অতিথি থাকবেন নাট্যজন ম. হামিদ। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ম. সাইফুল আলম চৌধুরী ও নাট্যকার মাসুম রেজা। এ ছাড়া থাকবে এস এম সোলায়মানের লেখা ‘সুনাই কইন্যার পালা’ নাটকের সংগীত পরিবেশনা। পরিবেশন করবে মহাকাল নাট্য সম্প্রদায়।

এস এম সোলায়মান স্মরণে ২০০৫ সাল থেকে প্রতিবছর একজন তরুণ মেধাবী নাট্যশিল্পী অথবা নাট্যসংগঠনকে প্রণোদনা দিয়ে আসছে নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট। এর আগে এস এম সোলায়মান প্রণোদনা দেওয়া হয় আমিনুর রহমান, সাইদুর রহমান, শাহাদাত হোসেন, আনোয়ারুল হক, কাজী তৌফিকুল ইসলাম, ত্রপা মজুমদার, সুদীপ চক্রবর্তী, সামিনা লুৎফা নিত্রা, রামিজ রাজু এবং পাবনা চাটমোহরের সমন্বয় থিয়েটার, মৌলভীবাজার কমলগঞ্জের মণিপুরি থিয়েটার ও হবিগঞ্জের প্রতীক থিয়েটারকে।

এস এম সোলায়মান ১৯৫৩ সালের ২৯ সেপ্টেম্বর ভারতের আসামের ডিগবয় শহরে জন্মগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় জীবনে সোলায়মান নাট্যচর্চায় যুক্ত হন এবং বাংলাদেশের নবনাট্য আন্দোলনে ভূমিকা রাখেন। তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের দুই দফা সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন। কালান্তর, পদাতিক নাট্য সংসদ, ঢাকা পদাতিক, অন্যদল ও থিয়েটার আর্ট ইউনিটের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। ত্রিশটিরও বেশি নাটক রচনা, রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন এ নাট্যব্যক্তিত্ব। নাট্যকর্মে বিশেষ অবদানের জন্য ২০১৪ সালে একুশে পদক (মরণোত্তর) পান তিনি। ২০০১ সালের ২২ সেপ্টেম্বর মাত্র ৪৮ বছর বয়সে এস এম সোলায়মানের অকালপ্রয়াণ ঘটে।