বলিউডে অভিষেক হচ্ছে বিরাট কোহলির?
বি-টাউনে আনুশকা শর্মা ও বিরাট কোহলি জনপ্রিয়তম যুগলের একটি। ব্যক্তিগত ও পেশাগত জীবনে এ যুগল সুখী। দুজনই ভক্তদের ভালোবাসা অর্জন করেছেন। ভক্তরা প্রায়ই দেখেন, ‘পারি’ অভিনেত্রী তাঁর স্বামীর খেলা দেখতে মাঠে উপস্থিত। অন্যদিকে বিরাটও তাঁর স্ত্রীর সিনেমা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দেন।
আজ শুক্রবার ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলি ইনস্টাগ্রামে একটি পোস্টার শেয়ার দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘১০ বছর পর অন্য অভিষেক, অপেক্ষা করতে পারছি না! #ট্রেইলার দ্য মুভি।’ একটি ওয়েবসাইটের ঠিকানাও দেন তিনি।
পোস্টারে ভারতের ক্রিকেট দলের অধিনায়ককে সুপারহিরোর ভূমিকায় দেখা গেছে। পোস্টারটি শেয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে অনলাইনে এটি ভাইরাল হয়ে যায়। ভক্তদের অনুমান, এই হ্যান্ডসাম ক্রিকেটারের কি বলিউডে অভিষেক হতে যাচ্ছে? নাকি এটা শুধুই বিজ্ঞাপন?
পোস্টারটি শেয়ারের দুই ঘণ্টার মধ্যে আট লাখ ৫৭ হাজারের বেশি লাইক পড়েছে। মন্তব্য সাড়ে ছয় হাজারের বেশি।
ইনস্টাগ্রামে এ পোস্টারটি শেয়ার দিয়েছেন বিরাট কোহলি
অভিনয়ে অভিষেক হচ্ছে, এ অনুমানে অনেকেই অভিনন্দন জানিয়েছেন। আবার কেউ কেউ দুষ্টুমি করে বলেছেন, ‘তবে ক্রিকেট কে খেলবে, স্ত্রী?’
ভারতের সংবাদমাধ্যম বলিউড বাবল বলছে, হতে পারে এটা বলিউডে অভিষেক, অথবা ‘রং’ ব্র্যান্ডের আসন্ন বিজ্ঞাপনের ট্রেইলার। যাহোক, এখনো বিরাটের পক্ষ থেকে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত খবর জানতে ভক্তদের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।
চার বছর চুটিয়ে প্রেমের পর গত বছরের ডিসেম্বরে বিয়ে করেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেট তারকা বিরাট কোহলি। বিয়ের পর এ দম্পতি মুম্বাইয়ে কেনা নতুন বাড়িতে ওঠেন। বাড়িটি তাঁরা কয়েক বছর আগে কিনেছিলেন।
কিছুদিন আগে নিজের ছবির প্রচারণা অনুষ্ঠানে আনুশকাকে এক সাংবাদিক বলেন, তিনি পৃথিবীর সেরা ব্যাটসম্যানকে বিয়ে করেছেন। আনুশকা তৎক্ষণাৎ উত্তর দেন, ‘আমি পৃথিবীর সেরা মানুষকে বিয়ে করেছি।’
সেরা মানুষটিকে কি অভিনয়ে অভিষেক করাতে চান আনুশকা? এর উত্তর সময়ই বলে দেবে।