সাত বছর বয়সে যৌন নিপীড়নের শিকার হন পদ্মা!

Looks like you've blocked notifications!
জনপ্রিয় মার্কিন অভিনেত্রী ও মডেল পদ্মা লক্ষ্মী। ছবি : সংগৃহীত

ভারতীয় বংশোদ্ভূত জনপ্রিয় মার্কিন লেখক, অভিনেত্রী, মডেল, টেলিভিশন সঞ্চালক ও প্রযোজক পদ্মা লক্ষ্মী বলেছেন, সাত বছর বয়সে তিনি প্রথম যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন। সম্প্রতি অনেক সেলিব্রেটিই তাঁদের জীবনে ঘটে যাওয়া যৌন নির্যাতনের ঘটনা জনসমক্ষে প্রকাশ করছেন।

পদ্মা লক্ষ্মী মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে এও জানিয়েছেন, নির্যাতিত হওয়ার পরও কেন তিনি সে সময় মুখ খোলেননি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

টুইটারে পদ্মা লেখেন, ‘সাত বছর বয়সে প্রথমবার আমি যৌন নির্যাতনের শিকার হই। সে ছিল আমার মায়ের দ্বিতীয় স্বামীর আত্মীয়। আমি বলেছিলাম, কিন্তু তারা আমাকে দূরে সরিয়ে দেয়।’

“দ্বিতীয়বার যৌন নিপীড়নের শিকার হই ১৬ বছর বয়সে। তখন ভার্জিন ছিলাম। সে ছিল আমার বয়ফ্রেন্ড। আশির দশকে ‘ডেট রেপ’ নিয়ে আলোচনাই হতো না। আমি ভয় পেয়েছিলাম ও লজ্জিত হয়েছিলাম।”

‘তৃতীয়বার, ২৩ বছর বয়সে আমি যৌন নির্যাতনের শিকার হই। ভেবেছিলাম, কেউ আমার কথা বিশ্বাস করবে না, কারণ কেউ তাঁর বিরুদ্ধে দাঁড়ায়নি। আমি দেখেছি, অনিতা হিল যখন এগিয়ে এসেছিল, তাঁর পক্ষে কেউ দাঁড়ায়নি।’

পদ্মা আরো বলেন, ‘মানুষ বলছে, কেন সে রিপোর্ট করেনি? যখন আপনার জীবনে খুব খারাপ কিছু ঘটবে, এটা কাটিয়ে উঠতে বহু বছর লাগে। ভিকটিমকেই দোষী সাব্যস্ত করার সংস্কৃতিতে এগিয়ে আসতে অনেক সাহসের প্রয়োজন। এখানে ভিকটিমকেই অপরাধী হিসেবে গণ্য করা হয়।’

অ্যাশলে জাড ও লিলি রিনহার্টের মতো তারকারাও সম্প্রতি তাঁদের জীবনে ঘটে যাওয়া যৌন নিপীড়নের কথা জানিয়েছেন।