কাজলের নম্বর কি ভুল করে টুইটারে দিলেন অজয়?

বলিউড ‘সিংহম’ অজয় দেবগন ও তাঁর স্ত্রী কাজল সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক মজার মজার পোস্ট দেন। যদিও ‘গোলমাল’ তারকা তেমন সক্রিয় নন, তবে কাজল বেশ সক্রিয়।
সম্প্রতি অজয় তো অন্তর্জালে হাঙ্গামা বাঁধিয়ে দিয়েছেন! মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে তিনি তাঁর স্ত্রী কাজলের ফোন নম্বর দিয়েছেন। তিনি কি দুর্ঘটনাবশত ফোন নম্বর দিয়ে ফেলেছেন, না কি অন্য বলিউড সেলিব্রেটিদের মতো তাঁর অ্যাকাউন্টও হ্যাকড হলো, কেউ কিছু বুঝে উঠতে পারছেন না।
নিজের ভ্যারিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে অজয় দেবগন লিখেছেন, ‘কাজল দেশে নেই... তাঁর সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ৯৮.....০।’ ভক্তরা জনসমক্ষে নম্বর দেখে বিস্মিত হয়েছেন। কেউ কেউ ট্রল শুরু করে দিয়েছেন।
হোয়াটসঅ্যাপে একজন কাজলকে বার্তা পাঠিয়ে তাঁর ছবি তুলে অজয়কে লিখেছেন, ‘উত্তরের অপেক্ষা করছি, স্যার।’
আরেকজন লিখেছেন, ‘প্রিয় স্যার, কেন আপনি কাজল ম্যাডামের নম্বর টুইটারে দিলেন? আপনি কি ভাবলেন না, এটা প্রাইভেসির জন্য ঠিক হলো না!’
আরেকজন টুইট করেছেন, ‘আমি নিশ্চিত, এর পর কাজল তাঁর নম্বর পরিবর্তন করবেন! ধারণা করছি, আপনি ভুল করে নম্বর দিয়ে ফেলেছেন!’
সম্প্রতি বেশ কয়েকজন বলিউড সেলিব্রেটি বিব্রত হয়েছেন। কৃতী শ্যানন, মিকা সিং, তুষার কাপুর, অনুপম খের ও খুব সম্প্রতি শহিদ কাপুরের অ্যাকউন্ট হ্যাকড হয়। হ্যাকাররা বেশ কয়েকটি রহস্যপূর্ণ পোস্টও দিয়েছিল। এমনকি বেশ কয়েকটি ছবিও শেয়ার করছিল, যতক্ষণ না তাঁরা অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন।
ভক্তরা আশা করছেন, অজয় দেবগন দ্রুতই ব্যাপারটি পরিষ্কার করবেন। এটাও হতে পারে, কাজলের অ্যাকউন্ট ব্যবহার করছেন তাঁর কোনো ম্যানেজার। খবর বলিউড বাবলের।
কাজল এখন ব্যস্ত তাঁর অভিনীত আসন্ন ‘হেলিকপ্টার ইলা’ ছবির প্রচারণা নিয়ে। এ ছবিতে কাজল দিনরাত্রি সন্তানকে নিয়ে চিন্তিত মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে তাঁর সন্তান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন।
ছবিটি পরিচালনা করেছেন প্রদীপ সরকার। ছবিটির চিত্রনাট্য লিখেছেন মিতেশ শাহ। প্রযোজনা করেছেন অজয় দেবগন ও জয়ন্তীলাল গাদা অব পেন ইন্ডিয়া লিমিটেড। আগামী ১২ অক্টোবর ছবিটি মুক্তি পাবে।