তারার বদলে কিয়ারা
তেলেগু ব্লকবাস্টার ‘অর্জুন রেড্ডি’র হিন্দি রিমেক হতে যাচ্ছে। শহিদ কাপুর এ ছবির নায়ক হতে যাচ্ছেন। খুব শিগগির ‘বাত্তি গুল মিটার চালু’ অভিনেতা শুটিং শুরু করবেন। কিন্তু এ ছবির নায়িকা নিয়ে কম জল ঘোলা হয়নি। বলা হচ্ছে, প্রথমে যাকে ডাকা হয়েছিল, তিনি প্রজেক্ট থেকে সরে গেছেন।
এ ছবির নির্মাতা এর আগে প্রধান চরিত্রে কাজ করার জন্য চুক্তি করেছিলেন নবাগত তারা সুতারিয়ার সঙ্গে। কিন্তু এ অভিনেত্রী এখন কাজ করছেন করণ জোহরের ‘স্টুডেন্ট অব ইয়ার’ ছবির দ্বিতীয় কিস্তিতে। কিন্তু তিনি কেন অর্জুন রেড্ডির রিমেক থেকে বেরিয়ে গেলেন, তা জানা যায়নি।
যা হোক, তারার জন্য তো একটি ছবির নির্মাণ থেমে যেতে পারে না। অনেক দিন ধরেই তিনি তারার বদলি খুঁজছিলেন। অবশেষে ‘লিডিং লেডিকে’ পেয়েছেন নির্মাতা।
সংবাদমাধ্যম ডেকান ক্রনিকেলের বরাত দিয়ে ডিএনএ জানিয়েছে, ‘লাস্ট স্টোরিস’ অভিনেত্রী কিয়ারা আদভানি প্রধান চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। কিয়ারা এখন তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যস্ত সময় পার করছেন। একটি ছবিতে রাম চরণের বিপরীতে কাজ করছেন তিনি। তবে অর্জুন রেড্ডির রিমেকের শুটিংও শিগগিরই শুরু করবেন কিয়ারা।
একটি সূত্র বলেছে, ‘যখন চিত্রনির্মাতা সন্দীপ ভাঙ্গা কিয়ারাকে জানালেন, সঙ্গে সঙ্গেই হ্যাঁ বলে দিয়েছিলেন তিনি! এই অভিনেত্রী শিগগিরই শুটিং সেটে যোগ দেবেন।’
অর্জুন রেড্ডির রিমেকে বিজয় দেবারকোন্দার ভূমিকায় অভিনয় করবেন শহিদ কাপুর। এ ছবিটিকে টলিউডের অন্যতম সেরা ছবি বলা হয়।
হিন্দি রিমেকটিও পরিচালনা করছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। প্রীতি চরিত্রে মূল ছবির নায়িকা ছিলেন শালিনী পান্ডে। অর্জুন রেড্ডি ছবিটি তামিল ভাষায়ও নির্মাণ করা হয়, নাম ছিল ভার্মা; এ ছবিতে বিক্রমের ছেলে ধ্রুব অভিষিক্ত হন।