আন্তর্জাতিক সম্প্রচার কৌশল পরিকল্পনা টিমে খ ম হারুন

Looks like you've blocked notifications!

এশিয়া প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্টের (এআইবিডি) আন্তর্জাতিক সম্প্রচার কৌশল পরিকল্পনা টিমের সদস্য নির্বাচিত হয়েছেন খ ম হারুন। খ ম হারুন বাংলাদেশ টেলিভিশনের সাবেক উপমহাপরিচালক এবং দেশের একজন খ্যাতিমান গণমাধ্যম ব্যক্তিত্ব।

সমগ্র এশিয়া প্যাসিফিক অঞ্চলের উল্লেখযোগ্য গণমাধ্যম বিশেষজ্ঞদের মধ্য থেকে ১১ জনকে এআইবিডির পলিসি নির্ধারণী এই কমিটির সদস্য করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন চীনের ন্যাশনাল রেডিও ও টেলিভিশন অ্যাডমিনিস্ট্রেশনের মহাপরিচালক ইয়ান চ্যানশেং, অল ইন্ডিয়া রেডিওর পরিচালক (ইন্টারন্যাশনাল রিলেশনস) ভি শিবকুমার, কোরিয়া ইন্টারন্যাশনাল সোসাইটি ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সিনিওর রিসার্চ ফেলো সারগউং কিম, কোরিয়া ব্রডকাস্টিং সিস্টেমের (কেবিএস) পরিচালক কিম ইয়ং ইলিল, মালয়েশিয়া রেডিও টেলিভিশন ও আরটিভির পরিচালক অ্যালেক্স রেজা শারিমান, মালদ্বীপ পাবলিক সার্ভিস মিডিয়ার (পিএসএম) ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম খালিল, রেডিও নেপালের প্রধান সম্পাদক জনার্দন বিসতা,থাইল্যান্ড ন্যাশনাল ব্রডকাস্টিং সার্ভিসের নির্বাহী পরিচালক ওয়ানপেন উপটন, এআইবিডির অনুষ্ঠান প্রধান ফিলোমেনা গাপ্রাগাসাম এবং এআইবিডির পরিচালক চ্যাং জিন।

আন্তর্জাতিক সম্প্রচার মিডিয়ায় বিশেষ অভিজ্ঞতা ও অবদানের জন্য এই ১১ জনকে নির্বাচন করা হয়েছে। তাঁরা আন্তর্জাতিক সম্প্রচার মিডিয়ার জন্য একটি যুগোপযোগী সম্প্রচার নীতিমালা প্রণয়ন করবেন এবং পৃথিবীর বিভিন্ন দেশের সম্প্রচার উন্নয়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবেন।