পূজার ছুটিতে ছবি মুক্তি হিড়িক
আসছে দুর্গা পূজা। এ নিয়ে শুরু হয়েছে ছবি মুক্তির প্রতিযোগিতা। ‘নায়ক’, ‘মাতাল’, ‘বেপরোয়া’, ‘আসমানী’ ও ‘মেঘকন্য’ এই পাঁচটি ছবিই ১২ অক্টোবরকে কেন্দ্র সিনেমা হলগুলোতে মুক্তি দেয়ার পরিকল্পনা করেছে প্রযোজনা সংস্থাগুলো। এর মধ্যে ‘আসমানী’ ও ‘মেঘকন্যা’ আগে থেকেই ১২ তারিখ মুক্তির দিন হিসেবে প্রযোজক সমিতিতে নিবন্ধন করা ছিল।
‘নায়ক’ ও ‘মাতাল’ ছবি দুটির মুক্তির তারিখ নিবন্ধন করা হয়েছিল গত ২৮ সেপ্টেম্বর। সেদিন ছবি দুটি একটি করে হলে মুক্তি দিলেও, আগামী ১২ অক্টোবর ছবির প্রযোজনা সংস্থা পরিকল্পনা করছে সারাদেশের বিভিন্ন হলে তারা ছবিটি মুক্তি দেবে।
‘বেপরোয়া’ ছবিটি গত ঈদুল আযহায় একটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হলেও, এই ১২ অক্টোবর তারাও সিদ্ধান্ত নিয়েছেন একাধিক হলে নতুন করে মুক্তি দেবেন ছবিটি।
প্রযোজক সমিতি থেকে জানা যায় সাধারণত ঈদ ছাড়া একদিনে দুটির বেশি ছবি মুক্তি দেয়ার কোন সুযোগ নেই। প্রযোজক সমিতির নেতা ও সেন্সর বোর্ডের সদস্য নাসির উদ্দীন দিলু বলেন, ‘ঈদে তিনদিনের সরকারি ছুটি থাকে, আর পূজায় থাকে একদিন, তাই ঈদে তিন থেকে পাঁচটি ছবি মুক্তি পেলেও, পূজার ছুটিতে একদিনে পাঁচটি ছবি মুক্তি দিলে সকলেই ব্যবসায়িক লোকসানের মুখোমুখি হন। তাই ছুটির দিনে দুটির বেশি ছবি মুক্তি দেয়ার সুযোগ নেই।’
‘মেঘকন্য’ ছবিটি অনেক আগে থেকেই ১২ অক্টোবর মুক্তির জন্য নিবন্ধন করে রেখেছিল। কিন্তু এখন নানা কৌশলে অন্য ছবিগুলোও একই দিন দর্শক টানার প্রতিযোগিতা করায় নাখোশ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জয়া মিডিয়া প্রোডাকশন। প্রতিষ্ঠানের কর্ণধার এজেডএম জাহাঙ্গীর কবির এনটিভি অনলাইনের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি বিষয়টিতে আপত্তি জানাচ্ছি। কারণ আমি প্রায় দুই মাস আগে ছবি মুক্তির জন্য নিবন্ধন করেছি। সেই হিসেবে প্রচার চালাচ্ছি। এখন হুট করে আরো বেশ কয়েকটি ছবি মুক্তির ঘোষণা দিয়েছে। বিষয়টি মেনে নেওয়া যায় না। এমনিতেই আমাদের দেশের সিনেমার অবস্থা খুব একটা ভালো নয়। এমন সময় একজন প্রযোজক আরেকজন প্রযোজকের পাশে দাঁড়ানো উচিত। অথচ এখন দেখছি বিষয়টি পুরো উল্টো। আমি আরো ৪-৫টি সিনেমা নির্মাণ করছি। এখন মনে হচ্ছে এদেশে সিনেমা নির্মাণ করলেও মুক্তি দেয়ার সময় রাজনীতির শিকার হতে হবে।’
ক্ষোভ থেকে ‘মেঘকন্যা’ ছবিটি ১২ অক্টোবর একটি হলেই মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক জাহাঙ্গীর কবির। তিনি বলেন, ‘আমি অনেকটাই হতাশ। কারণ এদেশে একজন প্রযোজক আরেক প্রযোজকের পাশে দাঁড়ায় না। আমি আগামী ১২ তারিখ সারাদেশে ছবিটি মুক্তি দেবো না। তবে যেহেতু প্রযোজক সমিতিতে নিবন্ধন করেছি তাই দেশের যে কোনও একটি সিনেমা হলে ছবিটি মুক্তি দেবার ইচ্ছে আছে।’
‘নায়ক’ ছবির পরিচালক ইস্পাহানি আরিফ জাহান বলেন, ‘আমরা ছবিটি মুক্তি দেবার জন্য ১২ অক্টোবর নিবন্ধন করাতে গিয়েছিলাম প্রযোজক সমিতিতে। কিন্তু সেখানে শিডিউল না পেয়ে গত সপ্তাহে দেশের একটি সিনেমা হলে মুক্তি দিয়েছি। এখন আমরা যে কোন দিন সারাদেশে ছবিটি মুক্তি দিতে পারি। সে হিসেবে আগামী ১২ অক্টোবর আমরা বড় করে সারা দেশে ছবিটি মুক্তি দিচ্ছি।’