ঢাকার রাস্তায় ঘুরছে ‘মেঘকন্যা’

Looks like you've blocked notifications!

ঢাকার রাস্তায় সিনেমার গান বাজিয়ে, পোস্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছে ‘মেঘকন্যা’র টিম। আগামী শুক্রবার ছবির মুক্তি উপলক্ষে প্রচারের অংশ হিসেবে এই কাজ করছে তারা। ছবিতে জুটিবেঁধে কাজ করেছেন ফেরদৌস ও নিঝুম রুবিনা। ছবিটি পরিচালনা করেছেন মিনহাজ অভি। প্রযোজনা করেছে জয়া মিডিয়া প্রোডাকশন।

এ বিষয়ে জয়া মিডিয়া প্রোডাকশনের কর্ণধার এ জেড এম জাহাঙ্গীর কবির এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা দুদিন ধরেই ঢাকার রাস্তায় এ প্রচার চালাচ্ছি। একটি পিকআপ ভ্যানে আমরা সাউন্ড সিস্টেম দিয়ে ছবির গান বাজাচ্ছি। পোস্টার ও ব্যানার দিয়ে গাড়িটি সাজানো হয়েছে। সাথে আছেন আমাদের চলচ্চিত্রের নায়িকা নিঝুম রুবিনাসহ ছবির টিম।’

জাহাঙ্গীর কবির আরো বলেন, ‘আমরা এফডিসি থেকে শুরু করেছি। মিরপুর থেকে টিকাটুলির ভেতর যেসব সিনেমা হল আছে, সেখানে যাচ্ছি। এ ছাড়া বেসরকারি কলেজ-ইউনিভার্সি, টিভি চ্যানেলে যাচ্ছি। পত্রিকা ও অনলাইনের সাথে কথা বলছি। আমাদের কিছু ফেসবুক পেইজ আছে সেখানে নিয়মিত প্রচার চালানো হচ্ছে। আসলে এক সময় আমাদের দেশের সিনেমা মুক্তি পাবার আগে প্রচার চালানোর অনেক ব্যবস্থা ছিল। কিন্তু এখন আর তা নেই। যখন বাংলাদেশে রেডিও জনপ্রিয় ছিল, তখন রেডিওতে প্রচার চালানো হতো। কলকাতায় সিনেমা নিয়ে বেশ কিছু টিভি চ্যানেল আছে যারা ছবি মুক্তির বেশ কিছুদিন আগে থেকেই প্রচার চালানো শুরু করে। আমাদের দেশে এমন ব্যবস্থা থাকলে আমাদের চলচ্চিত্র আরো এগিয়ে যেত।’

ছবির কাহিনীতে দেখা যাবে, নিজের সন্তানের পরিচয় দিতে পারছে না মায়া (নিঝুম রুবিনা)। সে কোনোদিন মিথ্যা কথা বলে না। সন্তানের বাবার পরিচয় দিতে পারছে না সে। কারণ, ফাহিম (ফেরদৌস) মেয়েকে গর্ভে রেখেই দেশের বাইরে চলে যায়। এরপর থেকে আর কোনো যোগাযোগ করে না। মেয়েকে বাধ্য হয়ে আশ্রমে দিয়ে দেয় মা। আশ্রমে মায়া মাঝেমধ্যেই সন্তানকে আদর করতে আসে। এ ধরনের কাহিনী নিয়েই গড়ে উঠেছে এই ছবি।’

জয়া ফিল্মসের ব্যানারে ছবিটির চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন পরিচালক মিনহাজ অভি নিজেই। সংলাপের কাজ করেছেন গাজী রাকায়েত। ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ, শম্পা, রেবেকা, সাবরিনা, হৃদা ও সিক্তা। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুচরিতা।