রাজনৈতিক সমাবেশে শাকিব খানের হামলা!

Looks like you've blocked notifications!
‘একটু প্রেম দরকার’ ছবির দৃশ্য। ছবি : মাজহার বাবু

এফডিসির নায়ক মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে সমাবেশ করছে বাংলাদেশ নাগরিক ঐক্য পার্টি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে আসলাম হাওলাদার। সমাবেশে হাজার খানেক কর্মী উপস্থিত। কিন্তু সেখানে হঠাৎ করেই হামলা করে সূর্য। কিন্তু কেন?

শাহিন সুমন পরিচালিত ‘একটু প্রেম দরকার’ ছবির দৃশ্যে এমনই একটি দৃশ্যের শুটিং চলছিল গতকাল মঙ্গলবার। ছবিতে আসলাম হাওলাদার চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অমিত হাসান। সূর্য চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী।

শাহিন সুমন বলেন, ‘গল্পে দেখা যাবে বিশেষ একটি কারণে শাকিব খান বিখ্যাত হতে চায়। সে মনে করে রাজনৈতিক সমাবেশে হামলা করা হলে রাতারাতি বিখ্যাত হওয়া সম্ভব। তাই হঠাৎ করেই সে সমাবেশে হামলা করে। এরচেয়ে বেশি কিছু বলা যাবে না। দর্শক হলে গিয়ে বাকিটা দেখতে পাবেন।’

ছবির অন্যান্য কাজের অগ্রগতি নিয়ে পরিচালক বলেন, ‘আমরা ঈদের আগে ব্যাংককে ছবির গানের শুটিংয়ের মধ্য দিয়ে কাজ শুরু করেছি। টানা শুটিং করে ছবির কাজটি শেষ করছি। আগামী ১৬ তারিখ পর্যন্ত টানা কাজ করার ইচ্ছে রয়েছে।’

এদিকে ছবির অভিনেতা অমিত হাসান বলেন, ‘আমি গল্পের প্রয়োজনে চরিত্র নিয়ে কাজ করার চেষ্টা করি। এই ছবিতে আমি একজন রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করছি। সুন্দর একটি চরিত্র। যার মধ্য দিয়ে সমাজের কিছু চিত্র উঠে আসবে।’

‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ শিরোনাম দিয়ে এই ছবির শুটিং শুরু হয়। এরপর ছবির নাম বদল করে রাখা হয় ‘একটু প্রেম দরকার’। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। একই প্রতিষ্ঠানের ‘ক্যাপ্টেন খান’ শিরোনামে আরেকটি ছবি গত ঈদে মুক্তি পেয়েছে। দুই ছবিতেই শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী।