#মিটু : করণ জোহরকে নিয়ে যা বললেন কঙ্গনা
ভারতে চলমান ‘হ্যাশট্যাগ মি টু আন্দোলনে’ বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত মুখরা নারীদের অন্যতম। কিছুদিন আগে তিনি পরিচালক-প্রযোজক বিকাশ বেহলের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন। আর এরপর তো সাবেক প্রেমিক হৃতিক রোশনকে আক্রমণ করে বসেন। ‘মণিকর্নিকা : দ্য কুইন অব ঝাঁসি’ অভিনেতা এবার সমালোচনা করলেন তারকা পরিচালক-প্রযোজক করণ জোহরের ‘নীরবতা’ নিয়ে।
কঙ্গনার প্রশ্ন, সবাই যখন মি টু নিয়ে সোচ্চার, তখন বড় কয়েক তারকা নীরব কেন?
ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘এ দিল হ্যায় মুশকিল’ পরিচালকের উদ্দেশে কঙ্গনা বলেন, ‘করণ জোহর ও শাবানা আজমির মতো মানুষেরা কোথায়? এসব মানুষেরও উচিত বেরিয়ে আসা।’
করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এর সমালোচনাও করেন কুইন অভিনেত্রী। বলেন, ‘করণ জোহর জিম লুক কেমন হবে, এয়ারপোর্ট লুক কেমন হবে, এসব নিয়ে মত দেন। এসব নিয়ে দশবার টুইট করেন। কিন্তু এটা (মি টু) নিয়ে? এ-ই হচ্ছে তাঁদের পরিচয়। এ-ই হচ্ছে তাঁদের রুটি-মাখন। যখন ফিল্ম ইন্ডাস্ট্রি এমন গুরুত্বপূর্ণ অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে, কোথায় তাঁরা?’
রেঙ্গুন অভিনেত্রী করণের টক শোর সমালোচনা করে বলেন, ‘আমি এই শোর কিছু প্রোমো দেখেছি। আবার তাঁরা একই অনর্থক কথাবার্তা বলতে যাচ্ছেন। এ ওর সঙ্গে শুয়েছে, এর সঙ্গে ও... মেয়েদের বার্বি ডল বানানো হচ্ছে... যেসব পুরুষ মেয়েদের কাপড়ের মতো বদল করে, তাঁদের কেন মহিমান্বিত করা হচ্ছে?’
কঙ্গনা আরো বলেন, ‘যেসব পুরুষের একজন মাত্র নারী আছে, তাঁদের প্রমোট করা উচিত... এখন সংস্কৃতি হয়ে গেছে, একটা মানুষ দশ বছর ধরে কোনো নারীর সঙ্গে প্রেম করছে, তারপর কাপড় বদলানোর মতো ছুড়ে ফেলে দিচ্ছে। আমি কাউকে বিচার করছি না, তাঁরা সবাই আমার বন্ধু ও তাঁরা চমৎকারও।’
কঙ্গনা প্রশ্ন তোলেন, ‘যদি তাঁরা এই আন্দোলনে অংশ না নেন, কেন তাঁদের ইন্ডাস্ট্রির কর্তাব্যক্তি বলে ডাকা হবে?’
কিছুদিন আগে পরিচালক বিকাশ বেহলের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ করে কঙ্গনা রানাউত বলেছিলেন, “প্রতিবার কোনো সামাজিক অনুষ্ঠানে দেখা হলে আমরা পরস্পরকে জড়িয়ে ধরে অভ্যর্থনা জানাতাম। আর প্রতিবারই সে (বিকাশ) আমার ঘাড়ে মুখ গুঁজে দিত, আমাকে খুব জোরে চেপে ধরে আমার চুলের গন্ধ নিত। নিজেকে ওর কবল থেকে মুক্ত করতে বেশ বেগ পেতে হতো আমার। ও বলত, ‘তোমার গন্ধ খুব ভালো লাগে।’”
সাবেক প্রেমিক হৃতিক রোশনের বিরুদ্ধেও মন্তব্য করেন কঙ্গনা। বলেন, ‘যেসব মানুষ তাদের বউকে ট্রফি বানিয়ে রাখে এবং তরুণী মেয়েদের রক্ষিতা হিসেবে রাখে, তাদের শাস্তি হওয়া উচিত।’
তবে কঙ্গনার সমালোচনা করেন বিকাশ বেহলের সাবেক স্ত্রী রিচা দুবে ও হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুশান খান। তাঁরা বলেন, মিডিয়া ব্যবহার করে অনেকে মি টু আন্দোলনের অপব্যবহার করছেন। অভিনেত্রী গওহর খান কঙ্গনাকে ‘সুবিধাবাদী নারীবাদী’ বলেছেন। সূত্র : হিন্দুস্তান টাইমস