‘ছবি দেখে গঠনমূলক আলোচনা করুন’

Looks like you've blocked notifications!

“আমি চলচ্চিত্র প্রযোজনা করি মনের খোরাক থেকে। গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি। এর আগে ‘পুড়ে যায় মন’ ছবি নিয়ে হাজির হয়েছিলাম। ছবিটি দর্শক পছন্দ করেছিলেন, এমনকি একটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে। আগামী শুক্রবার সারা দেশে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘মাতাল’। এই ছবিটির গল্পও দর্শক পছন্দ করবেন বলে আমি আশা করি।” কথাগুলো বলছিলেন ছবির প্রযোজক শরিফ চৌধুরী।

শাহিন সুমন পরিচালিত এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন নায়িকা অধরা খান ও সাইমন সাদিক। ছবির গল্প নিয়ে শরিফ চৌধুরী এনটিভি অনলাইনকে বলেন, ‘চলচ্চিত্রে সব সময় দর্শক নিজেদের গল্প দেখতে চায় বলে আমি মনে করি। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত থেকে বুঝেছি, দর্শক সময় উপযোগী নির্মাণ দেখতে চায়। আমি আমার এই ছবিতে জীবনের গল্পকে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নির্মাণ করতে চেষ্টা করেছি। যা দেখে দর্শকদের ভালো লাগবে।’

দেশে চলচ্চিত্রের অবস্থা নিয়ে শরিফ চৌধুরী বলেন, ‘এখন আমাদের চলচ্চিত্রের একটা ক্রান্তিকাল পার হচ্ছে। কারণ, এখন চলচ্চিত্র প্রযোজনা করছে কম প্রতিষ্ঠান। যাঁরা নিয়মিত চলচ্চিত্র নির্মাণ করছেন, এর মধ্যে আমিও কাজ করছি। সনি মুভিজ ইন্টারন্যাশনাল থেকে প্রতিবছর একাধিক চলচ্চিত্র নির্মাণ করার পরিকল্পনা করছি। দর্শকদের বলব, আপনারা সিনেমা হলে এসে ছবি দেখুন, আমাদের উৎসাহ দিন। একসময় আমাদের চলচ্চিত্রের এই খারাপ অবস্থা কেটে যাবে। অনেকেই চলচ্চিত্র নিয়ে অনলাইনে বিভিন্ন কথা লিখেন, কিন্তু সিনেমা হলে গিয়ে ছবিটি দেখেন না। আমি তাঁদের বলব, আপনারা সিনেমা হলে গিয়ে ছবি দেখে গঠনমূলক আলোচনা করুন। যেন আপনার কথা থেকে আমরা কিছু গ্রহণ করতে পারি। পাশাপাশি যেটুকু ভালো লেগেছে, তা নিয়ে প্রশংসা করুন, এতে আমরা উৎসাহ পাব।’

ত্রিভুজ প্রেমের গল্পের ছবিটির চিত্রনাট্য লিখেছেন ফেরদৌস হাসান রানা। ছবিটিতে সাইমন-অধরা ছাড়াও আরেক জুটি হিসেবে থাকছেন মডেল-চিত্রনায়ক শিপন ও চিত্রনায়িকা অরিন। এ ছাড়া ছবিতে আরো অভিনয় করছেন সাদেক বাচ্চু, জয় রাজসহ অনেকে।