শাহরুখ-গৌরীর বিয়ের ২৭ বছর
বলিউড সুপারস্টার শাহরুখ খান ও তাঁর স্ত্রী গৌরী খানের ২৭তম বিবাহবার্ষিকী আজ। ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন এ যুগল। বিবাহবার্ষিকী উপলক্ষে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন বলিউডের অন্যতম প্রভাবশালী এ দম্পতি।
শাহরুখ খান ও গৌরী খান সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা তাঁদের ছবি পোস্ট দেন না। ইনস্টাগ্রাম বা টুইটারে তাঁদের একে অপরের পোস্ট বা ছবিতে মন্তব্য করতেও দেখা যায় না। অন্তর্জাল দুনিয়ায় তাঁরা নিজেদের আবেগ-অনুভূতির কথা জানান না।
যা হোক, গতকাল বুধবার ২৭তম বিবাহবার্ষিকী উপলক্ষে এ যুগল ইনস্টাগ্রামে মন্তব্য বিনিময় করেছেন, যা ভক্তদের নজর কেড়েছে। পেশায় গৌরী খান ইন্টেরিয়র ডিজাইনার। ইনস্টাগ্রামে তিনি তাঁর সাম্প্রতিক কাজের একটি ছবি শেয়ার করেন। একটি নতুন ব্র্যান্ডের জন্য তিনি অসাধারণ ডিজাইন করেছেন। শাহরুখ খান তাঁর কাজের ভূয়সী প্রশংসা করেছেন।
গৌরীর ওই ছবিতে শাহরুখ মন্তব্য করেন, ‘কখন তুমি আমার অফিস ডিজাইন করবে!!!’ যা হোক, নিজেদের কাজ নিয়ে দুজনই দারুণ ব্যস্ত। গৌরী চতুরতার সঙ্গে শাহরুখের অনুরোধ প্রত্যাখ্যান করেন! চোখের টিপ্পনীসহ হাসির ইমো দিয়ে গৌরীর উত্তর, ‘শিগগিরই সময় মিলবে আমার।’
শাহরুখ খান, গৌরী খান ও তাঁদের ছোট ছেলে আব্রাম। ছবি : সংগৃহীত
সম্প্রতি নিজের জন্মদিনে গৌরী একটি আদুরে ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেখানে শাহরুখ ও তাঁদের ছোট ছেলে আব্রামকে দেখা যায়। ছবিতে দেখা যায়, শাহরুখের চোখে বড় সানগ্লাস, নীল টুপির নিচে খোলা চুল। খোলা সোনালি চুলে মেকআপহীন গৌরী আর কালো টি-শার্ট পরিহিত আদুরে আব্রাম।
শাহরুখ-গৌরীর তিন সন্তান—আরিয়ান, সুহানা ও আব্রাম। সম্প্রতি তাঁরা স্পেনে পারিবারিক ভ্রমণে যান। ইনস্টাগ্রামে শাহরুখ তাঁদের ভ্রমণের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। প্রথমবারের মতো শাহরুখ-গৌরীর একটি সেলফি দেখতে পান ভক্তরা।
শাহরুখ খানকে পরবর্তী সময়ে ‘জিরো’ ছবিতে দেখা যাবে। আনন্দ এল রাই পরিচালিত ছবিটিতে আরো রয়েছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। সূত্র : হিন্দুস্তান টাইমস।