রবি ঠাকুরের নায়িকা হচ্ছেন পরী
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি ‘শেষের কবিতা’র লাবণ্য চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন নায়িকা পরী মণি। তবে চলচ্চিত্রে নয়, পরীর এই রূপ দেখা যাবে ওয়েব সিরিজে। হিমেল আশরাফ পরিচালিত এই ওয়েব সিরিজটি প্রযোজনা করছে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান আড্ডা টাইমস। এ ওয়েব সিরিজের মাধ্যমে বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী ১ ডিসেম্বর থেকে বাংলাদেশে ওয়েব সিরিজের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
গতকাল বুধবার ছিল নায়িকা পরী মণির জন্মদিন। রাতে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে কাছের মানুষ ও সাংবাদিকদের নিয়ে কেক কাটেন পরী মণি। সেখানে এই ওয়েব সিরিজে অভিনয়ের ঘোষণা দেন তিনি।
এনটিভি অনলাইনকে পরী মণি বলেন, ‘আমার বাসায় যাঁরা গিয়েছেন, তাঁরা দেখেছেন অনেক বড় একটি রবীন্দ্রনাথের ছবি আছে আমার। উনার লেখা প্রায় সব বই আমার সংগ্রহে আছে। আমার কাছের মানুষগুলো বিশেষ দিনে আমাকে এই বইগুলো উপহার দিয়েছেন। নিজে সংগ্রহ করেছি বাকিগুলো। আমি আসলে উনার অনেক বড় ভক্ত। অভিনয়শিল্পী হিসেবে মনের ভেতর উনার উপন্যাসের অনেক চরিত্রই আমি লালন করি। এমনি একটি চরিত্র লাবণ্য। নিজের ভালো লাগা থেকেই আমি এই চরিত্রে নিয়ে কাজ করতে চাইছি।’
পরী মণি যদি লাবণ্য হয়, তাহলে অমিতের চরিত্রে অভিনয় করছেন কে? এমন প্রশ্নের জবাবে পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘কে অমিত, সেই বিষয়টি আমরা এখনই বলতে পারছি না। বাংলাদেশ বা ভারতের কোনো একজন শিল্পী হতে পারে। আমরা ডিসেম্বরে কাজ শুরু করতে চাই। তার আগেই সবার সঙ্গে অমিতকে পরিচয় করিয়ে দেবো।’
গতকাল পরীর জন্মদিনে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে আসেন শুভাকাঙ্ক্ষী, বন্ধু, স্বজন ও সহকর্মীরা। আগতদের মধ্যে ছিলেন নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, শাহিন সুমন, অপূর্ব রানা, শাহ আলম মণ্ডল, গিয়াস উদ্দিন সেলিম, দেবাশীষ বিশ্বাস, নায়ক আরজু, সাইমন, নায়িকা অমৃতা খান, বাঁধন, ভাবনা, রুনা খানসহ আরো অনেকে।