নজরুলের গান থেকে নাটক ‘হ্যাপি বার্থডে মাই লাভ’

Looks like you've blocked notifications!
‘হ্যাপি বার্থডে মাই লাভ’ নাটকের একটি দৃশ্যে সজল ও নাদিয়া। ছবি : সংগৃহীত

কাজী নজরুল ইসলামের ‘পরো জনমে দেখা হবে প্রিয়, ভুলিও মোরে হেথা ভুলিও’ গানটির ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে নাটক ‘হ্যাপি বার্থডে মাই লাভ’। নাটকটির চিত্রনাট্য লিখেছেন আহসান হাবিব সকাল। পরিচালনা করেছেন শরিফুল ইসালম শামীম।

এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন  আবদুন নূর সজল, সালহা খানম নাদিয়া ও দ্বিপান্নিতা রায়। এ ছাড়াওঅভিনয় করেছেন রিমা ইসমাত, কবিতা, খালেদ সোহান, রাজীব প্রমুখ।

নাটকটি সম্পর্কে নাট্যকার আহসান হাবিব সকাল বলেন, ‘রোমান্টিক গল্পের নাটকটি এটি। গল্পে অনেক মোড় আছে। পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো নাটক। আশা করছি, সবার ভালো লাগবে।’

‘হ্যাপি বার্থডে মাই লাভ’-এর গল্পে দেখা যাবে, হাবিব ও লায়লার বিয়ে হয়েছে বেশ কয়েক বছর। অল্প দিন যেতে না যেতেই সংসারে অমনোযোগী হয় হাবিব। লায়লা তার প্রতি হাবিবের অমনোযোগীর কারণ খোঁজ করতে গিয়ে দেখে বিয়ের পূর্বে সোনাম নামে একটি মেয়েকে ভালোবাসত হাবিব।  ঘটনাচক্রে  হাবিবের জীবন থেকে হারিয়ে  যায় সোনাম। কিন্তু মন থেকে এখনো হাবিব সোনামকে মুছে ফেলতে পারে না। সোনামের জন্মদিন পালন করে সে। সোনামকে নিয়ে তার পাগলামির শেষ নেই। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প। 

কিছুদিন পর একটি বেসরকারি টিভি চ্যানেলে ‘হ্যাপি বার্থডে মাই লাভ’ প্রচারিত হবে বলে জানান আহসান হাবিব সকাল।