গাড়ি থেকে গরু উল্টে পড়ার গল্প বললেন তৌসিফ

Looks like you've blocked notifications!
জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। ছবি : সংগৃহীত

তৌসিফ মাহবুব। এ সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেতা। এখন শুটিংয়ে ব্যস্ত থাকলেও আগে নিয়মিত কোরবানি ঈদের আগে গরুর হাটে যেতেন তৌসিফ। গরুর হাটে যাওয়ার বিভিন্ন সময়ের অভিজ্ঞতার কথা এনটিভি অনলাইনকে বলেছেন তিনি।

তৌসিফ বলেন, ‘আমি তো বহুবার গরুর হাটে গিয়েছি। এখনো মনে আছে, গরুর গোবরে পা লেগে অনেকবার আমি পিছলে পড়ে গিয়েছি। একটা ঘটনা বলি। একবার বাবার সঙ্গে গরু কিনে সেটাকে পিকআপে ভরে আমরা বাসায় নিয়ে আসি। কিন্তু আসার পথে হয়েছিল এক বিপত্তি। মাঝপথে আমাদের পিকআপ কাত হয়ে পড়ে গিয়েছিল। দেশি গরু ছিল। গরু গাড়ি থেকে উল্টে পরে এমন চিৎকার দিল যে, আমরা সবাই ভয় পেয়েছিলাম। তার পর পিকআপ ঠিক করে বাকি পথ ভালোভাবে আমরা গরুটাকে নিয়ে আসি। এখনো এ ঘটনা আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি।’

এদিকে, দুই বছর ধরে নিজের অর্জিত টাকায় কোরবানি দিচ্ছেন অভিনেতা তৌসিফ। এবারেও দেবেন বলে জানিয়েছেন।

আসছে ঈদে রেদওয়ান রনি পরিচালিত ‘দুষ্টু ছেলের দল’, কৌশিক শংকর দাশ পরিচালিত ‘জল ছবি’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তৌসিফ।