নারীভাগ্য ও সততা থাকলে সফল হবে ছেলে
শিগগিরই হিন্দি ছবিতে অভিষেক হতে যাচ্ছে বলিউড তারকা সুনীল শেঠির ছেলে আহান শেঠির। অভিনয়ে ক্যারিয়ার শুরুর প্রাক্কালে ছেলেকে সাফল্যের মন্ত্র শোনালেন বাবা সুনীল। বললেন, যদি আহানের নারীভাগ্য ভালো হয়, সততা ও শৃঙ্খলাপরায়ণ জীবনযাপন করে, তবেই সাফল্য আসবে।
সুনীল শেঠি আরো বলেন, যে কারো চাইতে প্রযোজককে গুরুত্ব দিতে হবে। গত মঙ্গলবার একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে সুনীল এসব কথা বলেন। ‘নিত্রো বিস্পোক ফিটনেস’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
সুনীলপুত্র আহান বলিউডে পা রাখছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার হাত ধরে। তেলেগু ব্লকবাস্টার ছবি ‘আরএক্স হানড্রেড’-এর রিমেক করছেন তিনি। এ ছবি দিয়ে অভিনয়ে পথচলা শুরু হচ্ছে এ তারকাপুত্রের।
বলিউডে ছেলের অভিষেক প্রসঙ্গে সুনীল বলেন, ‘আহান খুবই সরল ছেলে এবং ঈশ্বরের আশীর্বাদ তার আছে। শিগগিরই সে শুটিং শুরু করবে। অভিষেক ছবিতেই সে ভালো চিত্রনাট্য, প্রযোজক ও পরিচালক পেয়েছে।’
‘সবকিছুই ভালো এবং যদি নারীভাগ্য তাকে সহায়তা করে, যদি সে নিয়মনিষ্ঠ ও সৎ থাকে এবং যদি সে অন্য যে কারো চেয়ে তার প্রযোজকের কথা বেশি ভাবে, তবেই সে সফল হবে। অন্যথায়, কে আর এখানে তাকে দেখভাল করবে,’ বলেন অ্যাকশন ও রোমান্টিকধর্মী অভিনেতা সুনীল শেঠি।
আরএক্স হানড্রেড ছবি দিয়ে অভিষেক হচ্ছে আহানের। ছবি : ইনস্টাগ্রাম
২০১৫ সালে সুনীলের মেয়ে আথিয়া শেঠি ‘হিরো’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন। প্রথম ছবিতে অভিনয় করেই জিতে নেন দাদাসাহেব ফালকে পুরস্কার। ফিল্মফেয়ার পুরস্কারেও মনোনয়ন পান তিনি। তাঁর ক্যারিয়ার নিয়ে সুনীল শেঠি বলেন, “তিন-চারটি সিনেমায় সই করেছে আথিয়া। ভোপালে ‘মতিচুর চাকনাচুর’ ছবির শুটিং শুরু করেছে। সে খুব উত্তেজিত ও খুশি। সে মানসম্পন্ন কাজ করছে, আমি সন্তুষ্ট।”
ভারত সরকারের ‘ফিট ইন্ডিয়া’ আন্দোলন প্রসঙ্গে সুনীল শেঠি বলেন, ‘ফিট ইন্ডিয়ার মতো আন্দোলন দীর্ঘ সময় ধরে করা দরকার। আমরা সারা বিশ্বে যোগকে পরিচিত করিয়েছি। তাই আমি মনে করি, আমরা সব সময় নেতৃত্ব দানকারী। যদি ফিট ইন্ডিয়া আন্দোলন নিয়ে কথা বলতে হয়, তবে বলব, এটাকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে, বিশেষ করে বিদ্যালয় পর্যায়ে।’
সুনীল শেঠিকে সর্বশেষ দেখা গেছে ‘এ জেন্টলম্যান’ সিনেমায়। এ ছবিতে আরো ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও জ্যাকলিন ফার্নান্দেজ। সূত্র : ইন্ডিয়া টিভি।