তিন বছর ধরে চলছে ‘এক মিনিট’-এর শুটিং!

Looks like you've blocked notifications!
‘এক মিনিট’-এর গানের দৃশ্যে সম্রাট ও শিরিন শিলা। ছবি : সংগৃহীত

কক্সবাজারে সম্প্রতি শেষ হয়েছে রাজু চৌধুরী পরিচালিত ‘এক মিনিট’ ছবির একটি গানের শুটিং। এতে অভিনয় করছেন নায়ক সম্রাট ও নায়িকা শিরিন শিলা।

অবাক ব্যাপার হলো, ২০১৫ সালের এপ্রিলে ছবিটির শুটিং শুরু হয়েছিল ঢাকায়। তিন বছর আগে এর শুটিং শুরু হলেও এখনো তেমন অগ্রগতি নেই। এ বিষয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন ছবির কলাকুশলীরা।

নায়ক সম্রাট বলেন, ‘একটি মাত্র গানের শুটিং শেষ করেছি। এর আগে মারামারির দৃশ্যের শুটিং করেছিলাম ২০১৬ সালে। খুব ধীরগতিতে চলছে শুটিং। টানা কাজ না করলে ছবিতে অনেক ধরনের সমস্যা দেখা দেয়।’

কী কী সমস্যা হয় জানতে চাইলে সম্রাট বলেন, ‘প্রথমত আমি দুই বছর আগে যেমন ছিলাম, এখন তেমন নেই। কারণ, মানুষ প্রতিদিন বদল হয়। যে লুকে এর আগে শুটিং করেছি, সেটা আর নেই। দুই বছর আগে ছবিটি নিয়ে যে আগ্রহ ছিল, এখন সেটাও নেই। কারণ, শুটিং অনেক দেরিতে হলে ইচ্ছাশক্তি কমতে থাকে। মানুষের কাছে ছবিটি পুরাতন মনে হয়। এই ছবিতে আমি মিজু স্যারের সঙ্গে অভিনয় করেছিলাম। তিনি মারা গেছেন। সেই দৃশ্যগুলোর শুটিং আবারও করতে হবে। এ ধরনের অনেক সমস্যাই হয়।’

সম্রাট আরো বলেন, ‘বর্তমানে আমাদের চলচ্চিত্রের যে অবস্থা, তাতে টানা কাজ করা উচিত। একদিকে ছবির সংখ্যা কমে যাচ্ছে। অন্যদিকে, টানা কাজ না করলে ছবির মান কমে যাচ্ছে। টানা কাজ করা হলে শিল্পীরা নিজের চরিত্র মনের মধ্যে ধারণ করতে পারেন। নিজের লুক ঠিক রেখে ছবিটি শেষ করতে পারেন। দর্শকও নতুন একটি ছবি উপহার পান, যা পুরাতন মনে হয় না।’

ছবিটির ধীরগতি প্রসঙ্গে মুখ খুলেছেন পরিচালক রাজু চৌধুরীও। তিনি বলেন, “তিন বছর ধরে চলছে ‘এক মিনিট’-এর শুটিং। এটা সত্য। আসলে ছবির প্রযোজকের ব্যক্তিগত কিছু ঝামেলার কারণে ছবিটির কাজ একটু ধীরগতিতে চলছে। তবে এখন আমরা টানা কাজ করার চিন্তা করছি। আশা করছি, খুব দ্রুত ছবির অন্য দৃশ্যগুলোর শুটিং শুরু করতে পারব।”

২০১৪ সালে ‘হিটম্যান’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় শিরিন শিলার। সে বছরই ‘ক্ষণিকের ভালোবাসা’ ছবি দিয়ে প্রধান নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এর পরে করেছেন বেশ কিছু ছবির শুটিং। ‘এক মিনিট’ ছবিটি নিয়েও আশাবাদী এই নায়িকা।