ঢাকা লিট ফেস্টে মণীষা

Looks like you've blocked notifications!
বলিউড অভিনেত্রী মণীষা কৈরালা। ছবি : সংগৃহীত

বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী মণীষা কৈরালা এবার ঢাকা আন্তর্জাতিক সাহিত্য উৎসবে অংশ নিবেন।

আগামীকাল  শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনে  বাংলা একাডেমিতে সকাল সোয়া ১১টায় ‘ব্রেকিং ব্যাড’ অধিবেশনে নিজের জীবনের নানা বিষয় নিয়ে কথা বলবেন এই বলিউড তারকা।

ক্যানসার জয়ী এই অভিনেত্রী নিজের লেখা প্রথম বই ‘দ্য বুক অব আনটোল্ড স্টোরিজ’ লেখার ঘোষণা দিয়েছেন অনেক আগেই।  বইটি প্রসঙ্গেও কথা বলবেন তিনি।  এনটিভি অনলাইনকে এমনটিই জানিয়েছেন উৎসবের অন্যকম পরিচালক সাদাফ সাজ।

এদিকে, বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আজ বিকেল সোয়া ৪টায়  ‘মান্টো’ ছবির প্রদর্শনী হবে।  ছবিটি  নিয়ে ‘ডিরেক্টরস কাট’ অধিবেশনে কথা বলবেন এর পরিচালক নন্দিতা দাস।

ঢাকা আন্তর্জাতিক সাহিত্য উৎসবে মণীষা কৈরালা ও নন্দিতা দাস ছাড়াও অংশ নিবেন  অস্কার বিজয়ী ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইনটন।  উৎসবে বিভিন্ন শিল্পী ও সাহিত্যকদের পাশাপাশি এই তিন অভিনেত্রীর উপস্থিতি ভিন্নমাত্রা যোগ করবে বলে জানিয়েছেন আয়োজকরা। বাংলা একাডেমিতে আজ থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ১০ নভেম্বর পর্যন্ত।