পাঁচ দিনে ১৫০ কোটির ঘরে ‘সরকার’

Looks like you've blocked notifications!
‘সরকার’ ছবিতে তামিল তারকা বিজয় থালাপতি। ছবি : সংগৃহীত

তামিল তারকা থালাপতি বিজয়ের ‘সরকার’ বক্স অফিসে দেড়শ কোটির ঘরে পৌঁছেছে। গত ৬ নভেম্বর ছবিটি মুক্তি পায়। মাত্র দুই দিনেই শতকোটির ঘরে পৌঁছে যায়। বিশ্বের তিন হাজার থিয়েটারে একযোগে মুক্তি পায় ‘সরকার’।

রাজনৈতিক সমালোচনার মুখেও মুক্তির পঞ্চম দিনে বক্স অফিসে দেড়শ কোটি রুপি অতিক্রম করেছে ‘সরকার’। চলমান সব হলেই সাফল্য অব্যাহত রেখেছে চলচ্চিত্রটি।

তামিলনাড়ুর রাজনীতিকরা ‘সরকার’ ছবিটির কিছু দৃশ্যের সমালোচনা করেন। শাসকদলের সদস্যরা এ ছবির নারী খলনায়ক ‘কমলাবলি’র নাম নিয়ে আপত্তি তোলেন। তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার আসল নাম ছিল কমলাবলি।

‘সরকার’ ছবির পরিচালক এ আর মুরুগাদোস।

‘সরকার’ ছবির পোস্টার। ছবি : সংগৃহীত

এর আগে জনপ্রিয় তামিল প্রযোজকরা ‘সরকার’ ছবির সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন। ড্রিম ওয়ারিয়র পিকচারস-এর মালিক এস আর প্রভু, ২৪ এএম স্টুডিওর মালিক আর ডি রাজা ও বোফটা মিডিয়া ওয়ার্কস-এর মালিক ধনঞ্জয় সামাজিক মাধ্যমে অভিনেতা বিজয় ও তাঁর ‘সরকার’ ছবির প্রশংসা করেন। তাঁরা বলেন, তামিল চলচ্চিত্র ব্যবসায়ে নতুন মাত্রা যোগ করল ‘সরকার’।

চলচ্চিত্র সমালোচক এস শুভকীরথানা বলেছেন, ‘সরকার’ নায়ক বিজয়ের কারণেই জনপ্রিয় হয়েছে, পরিচালক এ আর মুরুগাদোসের কারণে নয়। এ ছবির ট্রেইলার প্রকাশ করা হয়েছিল বিজয় থালাপাতিকে মুখ্য করে, যেখানে তিনি কৃষকদের আত্মহত্যা, টুটিকোরিন আন্দোলন ও জেলে ইস্যু নিয়ে বক্তব্য দিয়েছেন। তিনি মনে করেন, চলচ্চিত্রে এসব ইস্যুর ব্যবহার জনপ্রিয়তা পেয়েছে তরুণদের কাছে।

এ ছবিতে তারকা অভিনেতা বিজয় ছাড়াও রয়েছেন কীর্তি সুরেশ, বড়লক্ষ্মী শরৎকুমার, যোগী বাবু, রাধা রবিসহ অন্যরা। তৃতীয়বারের মতো একসঙ্গে কাজ করলেন মুরুগাদোস ও বিজয়। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।