২১ বছরে পা রাখলেন শাহরুখপুত্র

অন্তর্জালে সবচেয়ে জনপ্রিয় তারকাসন্তান কারা? প্রথমেই যাঁদের নাম আসবে, তাঁরা হলেন সুপারস্টার শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান, মেয়ে সুহানা খান। এমনকি ছোট্ট আব্রাম খানও তুমুল জনপ্রিয়। বি-টাউনের এই রাজপুত্র-রাজকন্যাদের অগণিত ভক্ত। আজ (১৩ নভেম্বর) শাহরুখপুত্র আরিয়ানের জন্মদিন।
শাহরুখ ও গৌরী খানের বড় ছেলে আরিয়ান খান। আজ ২১ বছরে পা রাখলেন তিনি। বাবা সুপারস্টার। তারকা-সন্তানদের প্রতি এমনিতেই ভক্তদের আগ্রহ অনেক। সামাজিক মাধ্যমে বাবার সঙ্গে বহু ছবিতে দেখা গেছে আরিয়ানকে। বাবার মতোই স্টাইলিশ তিনি।
সম্প্রতি আরিয়ান যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে স্নাতক শেষ করেছেন। শাহরুখ ও গৌরী তাঁদের সন্তানকে দেখতে সেখানে যান। বিভিন্ন উৎসব ও ছুটিতে মুম্বাইয়ে বেড়াতে যান আরিয়ান।
শাহরুখের সবচেয়ে কাছের বন্ধু হিসেবে পরিচিত চিত্রনির্মাতা-প্রযোজক করণ জোহর। শাহরুখের সন্তানদের তিনি নিজের সন্তানের মতোই দেখভাল করেন। আরিয়ানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বেশ আবেগময় টুইট করেছেন তিনি। লিখেছেন, ‘আমার ছেলেটির আজ ২১ বছর হলো! যখন সে জন্মেছিল, আমার পিতৃত্ব জেগে উঠেছিল! শুভ জন্মদিন আরিয়ান! এমন অসাধারণ মা-বাবা পেয়ে তুমি সত্যিই সৌভাগ্যবান!’
শুধু ওই অসাধারণ বার্তাটি দিয়েই ক্ষান্ত হননি করণ, একটি আদুরে ছবিও পোস্ট করেছেন তিনি। সেখানে শাহরুখ ও করণের মাঝখানে সুদর্শন আরিয়ানকে দেখা যাচ্ছে।
মা-বাবার সঙ্গে আরিয়ান খান। ছবি : ইনস্টাগ্রাম
অনেকে বলেন, গৌরী খানের ছেলেটি দেখতে অবিকল শাহরুখ খানের মতো! একই গালের টোল, চিত্তাকর্ষক চোখ আর আকর্ষণীয় অবয়ব শাহরুখের তরুণ বয়সের কথাই স্মরণ করিয়ে দেয়।
চলতি বছরে বলিউড ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকজন তারকা-সন্তানের অভিষেক হয়েছে। এ বছর বনিতা সাঁধু, উৎকর্ষ শর্মা, জাহ্নবী কাপুর থেকে ইশান খট্টরসহ কয়েকজন প্রতিশ্রুতিশীল ছোট তারকার আবির্ভাব হয়েছে বলিউডে। আরো কয়েকজন তারকাসন্তান বি-টাউনে অভিষেকের অপেক্ষায় আছেন। আগামী মাসেই ‘কেদারনাথ’ দিয়ে অভিষেক হচ্ছে সাইফ আলি খানের মেয়ে সারা আলি খানের।
শোনা যাচ্ছে, সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান এবং বনি কাপুর ও প্রয়াত শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর জুটি বেঁধে বলিউডে পা রাখবেন।
এর আগে বোম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে করণ জোহর বলেছিলেন, ‘আরিয়ান আমার ধর্মপুত্র। এখন সে লস অ্যাঞ্জেলেসে। বিশ্ববিদ্যালয়ে এখনো তার চার বছর পড়ে আছে। যখন সে ফিরবে, তখন সে সিদ্ধান্ত নেবে চলচ্চিত্রে কাজ করবে কি না। যদি সে করতে চায়, অবশ্যই, পরিচালক হিসেবে বা পরামর্শ-সহায়ক হিসেবে বড় ভূমিকা নেব। আমার ছেলেকে অভিষেক করানোর মতোই আরিয়ানকে দেখব।’
ডেক্কান ক্রনিকেলকে একটি সূত্র বলেছিল, ‘খুব শিগগির খুশির অভিষেক হবে, আর তা করবেন করণ জোহর। বনির কাছ থেকে এ দায়িত্ব নিয়েছেন করণ। যদিও খুশির অভিষেক নিয়ে সব খবর গোপন রাখা হচ্ছে, তাঁরা সুন্দর চিত্রনাট্য খোঁজা শুরু করেছেন।’
বাবা শাহরুখ, বোন সুহানা ও ছোট ভাই আব্রামের সঙ্গে আরিয়ান। ছবি : ইনস্টাগ্রাম
সূত্রটি আরো বলেছিল, করণ জোহর চাইছেন আরিয়ান খান ও খুশি কাপুরকে জুটি বেঁধে অভিষেক করাতে। আরিয়ান-ভক্তরাও সে আশায় দিন গুনছেন!