মনোনয়ন পেলে আমি জয়ী হব : ডিপজল

Looks like you've blocked notifications!

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে নির্বাচন করতে চান চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। আওয়ামী লীগ থেকে এরই মধ্যে মনোনয়নপত্র কিনেছেন তিনি। মনোনয়ন পেলে জয় নিয়ে শতভাগ আশাবাদী ডিপজল।

এ বিষয়ে ডিপজল এনটিভি অনলাইনকে বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমি আওয়ামী লীগের হয়ে কাজ করছি। তারই ধারাবাহিকতায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে গত শনিবার মনোনয়নপত্র কিনেছি। আমি আশাবাদী, আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাব।’

মনোনয়ন পেলে জয় নিয়ে শতভাগ আশাবাদী জানিয়ে ডিপজল বলেন, ‘আমি সব সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সুখ-দুঃখে সঙ্গে থাকি। এটা কোনো রাজনৈতিক কারণে নয়। ভালোবাসা থেকেই আমি সব সময় সবার পাশে থাকি। আর এখানকার মানুষও আমাকে অনেক ভালোবাসেন। নিজের সুখ-দুঃখ আমার সঙ্গে ভাগাভাগি করেন। আমি বিশ্বাস করি, মনোনয়ন পেলে আমি জয়ী হব, জয় নিয়ে আমি শতভাগ আশাবাদী।’

ডিপজল আরো বলেন, ‘আসলে দেশের উন্নয়নে কাজ করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। উনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানুষ এমনিতেই নৌকা মার্কায় ভোট দেবে।’

মনোনয়ন না পেলে কী করবেন—জানতে চাইলে ডিপজল বলেন, ‘আমি আশা করি আমি মনোনয়ন পাব। যদি না পাই, তা হলে যিনি পাবেন, তাঁর পাশে থেকে নৌকার জন্য কাজ করব।’

মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘টাকার পাহাড়’ ছবিতে নায়ক হিসেবে চলচ্চিত্র শুরু করেন ডিপজল। শুরুটা নায়ক হিসেবে হলেও কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ ছবির মাধ্যমে খল অভিনেতা হিসেবে পর্দায় আসেন ডিপজল। খল অভিনেতা হিসেবেই তিনি জনপ্রিয়তা অর্জন করেন। কিছুটা বিরতির পর এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে আবারও তিনি সফলতা পান। অভিনয়ের পাশাপাশি এখন চলচ্চিত্রও প্রযোজনা করছেন তিনি।