লিডার

মৌসুমী-সানীর অভিযোগ অস্বীকার করলেন পরিচালক

Looks like you've blocked notifications!

আগামীকাল মুক্তি পাচ্ছে দিলশাদুল হক শিমুল পরিচালিত চলচ্চিত্র ‘লিডার’। কিন্তু ছবির শুটিং ও ডাবিং শেষ না করেই ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ছবির নায়িকা মৌসুমী ও ছবির অভিনেতা ওমর সানী। তবে পরিচালক শিমুল জানান, গল্পের প্রয়োজনে যতটুকু দরকার তিনি শিল্পীদের ততটুকুই ব্যবহার করেছেন। সব কাজ শেষ করেই তিনি ছবিটি মুক্তি দিচ্ছেন।

মৌসুমীর পক্ষ থেকে বলা হচ্ছে, ছবিটি মুক্তি পেলে দর্শকদের সাথে প্রতারণা করা হবে। ছবিটি শেষ হয়নি এমন অভিযোগ করে এরইমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি ও সেন্সর বোর্ডের কাছে অভিযোগ করেছেন মৌসুমী ও ওমর সানী।

মৌসুমী বলেন, ‘আমি সব সময় প্রযোজক, পরিচালকদের সহায়তা করার চেষ্টা করি। নিজের কাজ দিয়ে দেশের মানুষের কাছে অবস্থান তৈরি করার চেষ্টা করি। দেশ-বিদেশে আমার কাজের ভক্ত তৈরি হয়েছে। আমি মনে করি এই ছবির মাধ্যমে আমার ভক্তদের সাথে প্রতারণা করা হবে। কারণ ছবিটি শেষ না করেই মুক্তি দেওয়া হচ্ছে। আমি পরিচালক শিমুলের কাছে প্রত্যাশা করব তিনি ছবিটি শেষ করে যেন মুক্তি দেন।’

একই অভিযোগ করলেন ওমর সানী। তিনি বলেন, ‘এর আগে আমরা বাংলাদেশ প্রযোজক সমিতি ও পরিচালক সমিতিতে এই ছবির বিষয়ে অভিযোগ করেছিলাম। এমন অভিযোগের পর ছবিটি কেমন করে মুক্তি পায় বিষয়টি আমি বুঝতে পারি না। পরিচালক সমিতিতে আমাকে আর মৌসুমীকে ডেকে কথা বলা হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয় ছবির কাজ শেষ না করে ছবিটি মুক্তি দেওয়া যাবে না।’

‘লিডার’ ছবিটির বিরুদ্ধে অভিযোগ করে সানী বলেন, ‘ছবির গল্পটা আমাকে আকৃষ্ট করেছিল। কিন্তু পরে সেই ভালো লাগা আর থাকেনি। কারণ ছবির শুটিং শেষ না করে, ডাবিং না করে, কেমন করে মুক্তি পাচ্ছে এই ছবি? আমি আর মৌসুমী সবার পরিচিত শিল্পী, আমাদের গলার স্বর সবার পরিচিত। অথচ এই ছবিতে আমাদের ডাবিং ব্যবহার করা হয়নি। আমার জানা মতে এই ছবির ষাট ভাগ শুটিং এখনো বাকি।’

দর্শকদের উদ্দেশে সানী বলেন, ‘আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমাদের অসম্পূর্ণ একটি ছবি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। আমি ব্যক্তিগত ভাবে ছবিটি বয়কট করেছি। আপনারাও হলে গিয়ে প্রতারিত হবেন না। যেহেতু ছবিটি শেষ হয়নি, তাই এই ছবিটি আপনাদের তৃপ্ত করতে পারবে না।’

মৌসুমী ও সানীর বক্তব্য জানানো হলে উষ্মা প্রকাশ করেন পরিচালক দিলশাদুল হক শিমুল। তিনি এনটিভি অনলাইনকে বলেন, “একজন শিল্পী কখনো হলে যেতে দর্শকদের নিষেধ করতে পারেন না। এটা যদি উনি করেন তাহলে সেটা চলচ্চিত্র শিল্পেরই বিরোধিতা করছেন। আর গল্প প্রসঙ্গে বলি, এখন সময় বদলেছে। দর্শক এখন গল্প নির্ভর ছবি পছন্দ করছেন। আমার ‘লিডার’ ছবিতে সুন্দর পরিপূর্ণ একটি গল্প রয়েছে।  আমি গল্প অনুযায়ী ছবিটি শেষ করেছি এবং দর্শকদের জন্য মুক্তি দিচ্ছি। মৌসুমী আপা ও সানী ভাই যে অভিযোগ করেছেন তা সঠিক নয়। যদি ছবিটি শেষ না হতো তাহলে সেন্সর বোর্ড মুক্তির অনুমতি দিত না, তারা প্রশংসা করত না। আমি বিশ্বাস করি ছবিটি দেখে দর্শকও প্রশংসা করবেন।” 

‘লিডার’ ছবিতে মৌসুমী ও ওমর সানী ছাড়াও নায়ক ফেরদৌস অভিনয় করেছেন।