বিয়ের কথা স্বীকার করলেন বিবার
অবশেষে মার্কিন মডেল ও টিভি ব্যক্তিত্ব হেইলি বল্ডউইনের সঙ্গে নিজের বিয়ের খবর স্বীকার করলেন বিশ্বজুড়ে জনপ্রিয় কানাডীয় পপ তারকা জাস্টিন বিবার। বললেন, ‘আমার স্ত্রী সত্যিই দারুণ!’ সামাজিক যোগাযোগমাধ্যমে হেইলির সঙ্গে ছবি শেয়ার দিয়ে ক্যাপশনে এ কথা লিখেছেন বিবার।
গত জুলাইয়ে বিবার-হেইলি দম্পতির বাগদানের খবর বেরিয়েছিল। সেপ্টেম্বরে বাগদত্তা হেইল বল্ডউইনকে গোপনে বিয়ে করেন বিবার। বিবাহ নিবন্ধকের কার্যালয়ের বাইরে এ তারকা জুটির বেরিয়ে আসার ছবি অন্তর্জালে ভাইরাল হয়। কিন্তু আনুষ্ঠানিকভাবে এত দিন বিয়ের খবর প্রকাশ করেননি তাঁরা। বরং একে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন হেইলি।
জুলাইয়ে হাতে হাত রেখে বিবার-হেইলির ঘুরে বেড়ানোর ছবি অন্তর্জালে শেয়ার হওয়ার পর হেইলির হাতের বড় আংটিটা দেখেছিলেন সবাই। হেইলির সঙ্গে নিজের সম্পর্কের কথা ইনস্টাগ্রাম পোস্টে শেয়ার করার কয়েক মাসের মধ্যেই ওই দম্পতিকে লস অ্যাঞ্জেলেসে বিবাহ নিবন্ধকের কার্যালয়ের বাইরে দেখা যায়, যা নিয়ে সেই সময় জোর গুঞ্জন শুরু হয়।
জাস্টিন বিবারের বয়স ২৪ আর হেইলি বল্ডউইনের বয়স ২১। বাহামাসের এক রিসোর্টে ডিনার করতে গিয়ে হেইলিকে বিয়ের প্রস্তাব দেন বিবার। তার তিনদিন পর তাঁরা নিজেদের বাগদানের আনুষ্ঠানিক ঘোষণা দেন। সামাজিক মাধ্যমে বিবার লেখেন তিনি হেইলিকে কতটা ভালোবাসেন। হেইলিকে সব কিছুর আগে গুরুত্ব দেবেন বলেও জানান বিবার।
মার্কিন মডেল হেইলি বল্ডউইন ও কানাডীয় সংগীতশিল্পী জাস্টিন বিবার। ছবি : ইনস্টাগ্রাম
বিয়ের আনুষ্ঠানিক ঘোষণার পর হেইলি বল্ডউইন তাঁর নাম হেইলি বিবার রেখেছেন। এর মধ্য দিয়ে স্বামী-স্ত্রী হিসেবে নিজেদের আনন্দের মুহূর্তকে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করলেন এ তারকা দম্পতি।
২০১৫ সালে মডেল হেইলির সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন জাস্টিন বিবার। সে সময় ইনস্টাগ্রামে বিবারের সঙ্গে কাটানো বেশ কয়েকটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও শেয়ার করেছিলেন হেইলি। তবে খুব বেশি দিন টেকেনি সে সম্পর্ক। এরপর অনেক মেয়ের সঙ্গেই জড়িয়েছে জাস্টিন বিবারের নাম। কিন্তু ফের প্রাক্তনের কাছে ফিরে গেছেন এ তারকা।
১৯৯৪ সালে জন্ম নেওয়া কানাডিয়ান শিল্পী জাস্টিন বিবার ২০১০ সালে সংগীতের অস্কারখ্যাত গ্র্যামি অ্যাওয়ার্ডের দুটি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। ওই বছরই তিনি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে বর্ষসেরা শিল্পী হন। জাস্টিন বিবারের ‘বেবি’, ‘ওয়ান টাইম’, ‘নেভার সে নেভার’ গানগুলো সারা বিশ্বে তুমুল জনপ্রিয়। সূত্র : এনডিটিভি