টাকা কামাতেই বলিউডে এসেছি : অক্ষয়

Looks like you've blocked notifications!
বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ছবি : সংগৃহীত

প্রায় তিন দশকের ক্যারিয়ারে ১৪০টিরও মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন বলিউডের মিস্টার খিলাড়ি অক্ষয় কুমার। তাঁর ছবি মানেই বক্স অফিসে হিট। অ্যাকশন, কমেডি, রোমান্স সব ছবির চরিত্রেই মানিয়ে যান অক্ষয়। তিনিই বললেন, টাকা কামানোর জন্যই বলিউডে রয়েছেন তিনি।

নিজের প্রথম অভিনয় জীবনের স্মৃতিচারণ করে অক্ষয় আরো বলেছেন, একসময় কেবল মারপিটের

ছবিতেই তাঁকে অভিনয় করাতেন চলচ্চিত্র নির্মাতারা।

মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে অক্ষয় বলেন, ‘আমি প্রায় ১৩৫ থেকে ১৪০টি সিনেমায় কাজ করেছি। শুরুর দিকের বেশিরভাগ চলচ্চিত্র কেবল অ্যাকশন মুভি ছিল। কোনো প্রযোজক বা পরিচালক আমাকে ভুলেও ভাবেননি যে অ্যাকশন ছাড়াও অভিনয় করতে পারি। তারপর ধীরে ধীরে কমেডি এবং তারপর রোমান্টিক ছবিতে জায়গা পাই।’

১৯৯১ সালে ‘সুগন্ধ’ চলচ্চিত্র দিয়ে বলিউডে অভিষেক অক্ষয়ের। ১৯৯২ সালের ‘খিলাড়ি’র সাফল্য তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। নব্বইয়ের দশকে অক্ষয় কুমার ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, ‘খিলাড়িও কা খিলাড়ি’, ‘বারুদ’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। মিস্টার খিলাড়ি বললেই সবাই অক্ষয়কেই বোঝেন।

অক্ষয় জানিয়েছেন, তিনি মার্শাল আর্ট স্কুল চালানোর জন্য মুম্বাইতে যান। কিন্তু দ্রুই বুঝতে পারেন, চলচ্চিত্র ও মডেলিংয়ে তাঁর উন্নতির সুযোগ আছে।

অক্ষয় একটি প্রশিক্ষণ স্কুলের মাধ্যমে জীবিকা শুরু করেছিলেন। তবে পরে পেশা পরিবর্তন করেন। অক্ষয় বলেন, ‘আমি মার্শাল আর্ট শেখানোর জন্য মাসে ৫ হাজার রুপি করে পেতাম। একবার একজন আমাকে মডেলিং করতে বলেছিল। একটি আসবাবপত্রের শোরুমের জন্য মডেলিং করেছি। অন্য একজন মডেলও সঙ্গে ছিল। আমরা দুজনই দুই ঘণ্টা কাজ করে ২১ হাজার টাকা পেয়েছিলাম।’

‘সত্যি বলতে কি, এই অঙ্গনে আমাকে টাকাই নিয়ে এসেছে। টাকা কামাতেই আমি এখানে এসেছি’, বলেন অক্ষয় কুমার।

জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর সাম্প্রতিক পর্বে ‘পদ্মাবত’ তারকা রণবীর সিং জানিয়েছেন, অক্ষয় নাকি একবার তাঁকে বলেছেন, তিনি পয়সা নষ্ট করে সিনেমা দেখতে পছন্দ করেন না।

জনপ্রিয় ফোর্বস ম্যাগাজিন মতে, চলতি বছর অক্ষয় কুমার বিশ্বে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের তালিকায় সপ্তম স্থানে রয়েছেন। এ বছর তিনি ৪০.৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন। সূত্র : এনডিটিভি