চঞ্চল ভাইয়ের কাছে সিনেমার গল্প শুনি : নাদিয়া

Looks like you've blocked notifications!
‘চম্পাকলি টকিজ’ নাটকের একটি দৃশ্যে চঞ্চল চৌধুরী ও নাদিয়া। ছবি : সংগৃহীত

“আমি সিনেমা পাগল মেয়ে। যেকোনো ছবির গল্প শুনতে আমার ভীষণ ভালো লাগে। ‘চম্পাকলি টকিজ’ নাটকে আমাকে এভাবে দেখতে পাবেন দর্শক।” কথাগুলো এনটিভি অনলাইনকে বলছিলেন অভিনেত্রী নাদিয়া আহমেদ।

‘চম্পাকলি টকিজ’ ধারাবাহিক নাটকে চম্পা চরিত্রে নাদিয়া এবং কলি চরিত্রে চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন।

নাটকে চম্পা চরিত্রটি অনেক মজার বলে জানিয়েছেন নাদিয়া । তিনি বলেন, ‘এখানে আমার চরিত্রে অন্যরকম। সিনেমা নিয়ে  আমার পাগলামির শেষ নেই। চঞ্চল ভাইয়ের কাছে সিনেমার গল্প শুনি আমি। এ কারণে মূলত তাকে আমি সময় দেই। কথা বলি। আড্ডা দেই। নাটকের এক পর্যায়ে দেখা যাবে, চঞ্চল ভাই আমার জন্য একটা সিনেমা হল বানাতে চায়। এ কারণে তার প্রতি আমার ভালোলাগা বেড়ে যায়।’

অন্যদিকে, এর গল্পে দেখা যাবে, চঞ্চল চৌধুরী মানে কলি একবার দুবার নয়, তিনবার এসএসসি ফেল করে। তবে তিনবার ফেল করেও সে দমে যায়নি। পছন্দের মানুষটির চাওয়া পূরণ করতে বারবার বসে পরীক্ষার বেঞ্চে।

তারকাবহুল ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করছেন হিমু আকরাম। চঞ্চল চৌধুরী ও নাদিয়া আহমেদ ছাড়া এতে অভিনয় করেছে  ফজলুর রহমান বাবু, শাহনাজ খুশি, দিহান, ফারুক আহমেদ, আখম হাসান, প্রিয়া আমান, হাসান মাসুদ প্রমুখ। নাটকটি প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার রাত ১০টায় আরটিভিতে প্রচারিত হচ্ছে।