এক মাসে ২০০ কোটির ঘরে
পরিচালক অমিত শর্মার ‘বাধাই হো’ আরেক মাইলফলক স্পর্শ করল। পারিবারিক বিনোদনের এ ছবিটি পঞ্চম সপ্তাহেই বক্স অফিসে ২০০ কোটির ক্লাবে পৌঁছেছে। ‘দম লাগা কা হ্যায়সা’ অভিনেতা আয়ুষ্মান খুরানা ও দঙ্গলকন্যা সানিয়া মালহোত্রা এ ছবিতে অভিনয় করেছেন।
এটা বললে ভুল হবে না যে চলতি বছরটি আয়ুষ্মান খুরানার। অসাধারণ অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন এ অভিনেতা। প্রথমে ‘অন্ধধুন’ ছবিতে; এরপর ‘বাধাই হো’ ছবিতে; যেটি বক্স অফিসে শাসন জারি রেখেছে।
ভারতে ‘বাধাই হো’ ছবির মোট আয় ১৫৮.২৫ কোটি রুপি ও আন্তর্জাতিক বাজারে আয় ৪৩.৭২ কোটি রুপি। সব মিলিয়ে এ ছবির মোট আয় হয়েছে ২০১ কোটি ৯৭ লাখ রুপি।
‘বাধাই হো’ আয়ুষ্মান খুরানার প্রথম ছবি, যেটি ২০০ কোটির মাইলফলক স্পর্শ করল। অন্যদিকে ‘দঙ্গল’ ছবির পর দ্বিতীয় ছবিতেও ২০০ কোটির ঘরে পৌঁছানোর স্বাদ পেলেন সানিয়া মালহোত্রা। চলতি বছরে রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী’ ছাড়াও ব্যবসায়সফল হয়েছে ‘সঞ্জু’, ‘পদ্মাবত’, ‘রেস-৩’ ও ‘বাঘি-২’।
‘বাধাই হো’র বক্স অফিস সংগ্রহ আবারও প্রমাণ করল, ভালো চিত্রনাট্য হলে দর্শক সে ছবি দেখবেই। হিন্দি ছবির মধ্যবিত্ত দর্শক সব সময়ই ভালো চিত্রনাট্য, অভিনয় দক্ষতা ও চিন্তাশীল সিনেমার ওপর জোর দেয়। গত ১৮ অক্টোবর ভারতে মুক্তি পায় ‘বাধাই হো’। মাত্র ১৭ দিনেই বক্স অফিসে শতকোটির ঘরে পৌঁছায় ছবিটি।
‘বাধাই হো’ ছবির চিত্রনাট্য সামাজিক শিক্ষা আশ্রিত। অপরিকল্পিত গর্ভধারণ নিয়ে মধ্যবয়সী এক যুগলের লড়াইয়ের কাহিনী এ ছবি। অভিনয় করেছেন নীনা গুপ্ত ও গজরাজ রাও। অপরিকল্পিত গর্ভধারণ তাঁদের জীবন ও পরিবারের ওপর কী প্রভাব ফেলে, তা নিয়েই এগিয়েছে ছবিটির গল্প।
দর্শকের ভালোবাসা ও ছবির সাফল্য নিয়ে বিনোদন সংবাদমাধ্যম বলিউড লাইফকে আয়ুষ্মান খুরানা বলেছেন, ‘এত ভালোবাসা পাওয়া সত্যিই বিরল। একজন অভিনয়শিল্পী হিসেবে মানুষকে বিনোদন দেওয়াই কাজ। এই প্রশংসা অনেক সাহস ও শক্তি জোগাবে। আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা দেবে।’
‘বাধাই হো’ পরিচালনা করেছেন অমিত রবিন্দরনাথ শর্মা। প্রযোজনা করেছেন বিনীত জেইন এবং জঙ্গল পিকচারস ও ক্রোম পিকচারস।