সোনার গয়নায় ঢাকা রিচা
বলিউড অভিনেত্রী রিচা চাড্ডার আসন্ন চলচ্চিত্র ‘শাকিলা’র প্রথম পোস্টার প্রকাশিত হলো। এ ছবির প্রধান চরিত্র রিচা চাড্ডা। প্রথম পোস্টারে রিচাকে দেখা গেল সোনার গয়নায় সজ্জিত হয়ে।
শাকিলা খান একজন প্রবীণ চলচ্চিত্র তারকা। নব্বইয়ের দশকে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করতেন তিনি। ‘প্রাপ্তবয়স্ক’ ছবিতে অভিনয় করতেন শাকিলা। কিন্তু মানুষ তাঁকে ‘পর্ন তারকা’ বলতেন। তাঁর জীবন নিয়েই নির্মিত হয়েছে শাকিলা।
কিছুদিন আগেই শাকিলার জীবন নিয়ে কথা বলেছিলেন রিচা চাড্ডা। বলেছিলেন, লোকে পর্ন তারকা হিসেবে শাকিলাকে পরিচিত করায় তিনি নাখোশ। রিচার মতো, ‘অ্যাডাল্ট ফিল্ম স্টার আর পর্ন স্টার এক নয়।’
ছবির পোস্টারে দেখা যায়, পেছনের দেয়ালে শাকিলাকে অপমান করে নানা টুকরো কথা ফুটে উঠেছে। শাকিলার ধর্ম নিয়ে, তাঁর শরীরের গড়ন ও তাঁর ত্বকের রংকে লক্ষ করে কত মানুষ কত কথাই না বলেছে।
‘সাহসী ও নির্ভীক শাকিলার প্রথম ঝলক উপস্থাপন করছি’, এ ক্যাপশন দিয়ে সামাজিক মাধ্যমে ছবির পোস্টার শেয়ার দিয়েছেন রিচা। রিচা আরো লিখেছেন, ‘বোল্ড ইজ গোল্ড!’
শাকিলা চরিত্রে রিচার প্রথম ঝলক। ছবি : ইনস্টাগ্রাম
নব্বইয়ের দশকের মালয়ালাম চলচ্চিত্রের অন্যতম বিখ্যাত অভিনেত্রী শাকিলা খান। মালয়ালাম, তেলেগু ও তামিল ভাষার বিভিন্ন বিতর্কিত ছবিতে অভিনয় করেছিলেন তিনি। শাকিলার ছবিগুলো চীনের ম্যান্ডারিন ও রাশিয়ার ভাষায় অনুবাদ করা হয়েছিল। মালয়ালাম ভাষার ‘কিন্নারা থুম্বিকাল’ তাঁর সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্রগুলোর একটি।
ইন্দ্রজিৎ লঙ্কেশ পরিচালিত ‘শাকিলা’ আসলে জনপ্রিয়তার চূড়ায় থাকা অভিনেত্রীর সফর। তারপর কীভাবে তাঁর এই জগৎ বিবর্ণ ও মলিন হয়ে যায়, সেই গল্পই চিত্রায়িত।
এর আগে ‘শাকিলা’ পরিচালক ইন্দ্রজিৎ বলেছিলেন, শাকিল খানকে তাঁর বায়োপিকে একটি ক্যামিও রোলে দেখা যাবে। শুটিং চলাকালে তিনি অবিচ্ছেদ্য ভূমিকা পালন করেছেন।
‘তিনি আমাদের তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত অন্তর্দৃষ্টি দিয়েছেন। এমনকি রিচাকেও তাঁর সঙ্গে অনেকখানি সময় কাটাতে হয়েছিল। তাঁর কথাবার্তা, তাঁর শরীরী ভাষা ও এই ধরনের নানান কথা বুঝতে হয়েছিল। আমাদের শিল্প নির্দেশনা ও তাঁর বাড়ি কেমন ছিল এবং বাস্তব জীবনে কেমন, তার ছোট ছোট বিবরণ দিয়ে তিনি আমাদের সাহায্য করেছেন’, বলেন ইন্দ্রজিৎ।
‘শাকিলা’ চলচ্চিত্রে রয়েছেন রাজীব পিল্লাইও। এ ছবির ট্যাগলাইন, ‘পর্ন তারকা নয়।’ আগামী বছরের প্রথম দিকে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সূত্র : এনডিটিভি