‘নিশ্চিত প্রেমের ৭টি উপায়’-এর সাতপাঁচ
এনটিভিতে ঈদের দিন থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘নিশ্চিত প্রেমের ৭টি উপায়’। আজ নাটকটির পঞ্চম পর্ব প্রচারিত হবে। রোমান্টিক কমেডি ধারার এই নাটক এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। নাটকটি যৌথভাবে লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন ও শিহাব শাহীন।
নাটকের নাম কেন ‘নিশ্চিত প্রেমের ৭টি উপায়’? এ কৌতূহল মনে আসতেই পারে। নাটকের পরিচালক শিহাব শাহীনের কাছে নাটকের নামের ব্যাখ্যা জানতে চাইলে তিনি বলেন, ‘সংবাদপত্রে প্রায় আমি এ ধরনের শিরোনাম দেখি এবং সেই লেখাটা পড়ার চেষ্টা করি। একদিন আমি সিদ্ধান্ত নিই, এই শিরোনামে একটা নাটক বানানোর। বলতে পারেন, আমার নাটকের নাম সংবাদপত্রের ফিচারের হেডলাইন। নাটকটি নির্মাণের আগে আমি আরো কয়েকবার ইন্টারনেটে, সংবাদপত্রে, ভালোবাসাবিষয়ক বিভিন্ন সাইটে এ বিষয়ে একটু পড়াশোনা করি। কিন্তু আমার উপলব্ধি হয় যে, কোনো উপায়ে আসলে ভালোবাসা পাওয়া যায় না। উপায় কোনো কাজই করে না, যদি নিজের ইচ্ছা ও বোধশক্তি জাগ্রত না হয়।
কারণ, ছদ্মবেশে নিজের আসল পরিচয় ও সত্য ঘটনা লুকিয়ে কারো মন পাওয়া যায় না। নিজে যা তাই প্রেমিক-প্রেমিকার কাছে ফুটিয়ে তুলতে হবে। নিজের উল্টো ইমেজ দেখালে সেটার ফল কখনই ভালো হয় না। নাটকের গল্পে এখন প্রেমের উপায় সবাই খুঁজছে। কিন্তু নাটকের শেষ পর্বে কী ঘটবে, এটা দেখার জন্য আরো দুদিন অপেক্ষা করতে হবে। আপাতত আর কিছু বলতে চাই না।’
নাটকটি প্রচারের পর থেকে কেমন সাড়া পাচ্ছেন? উত্তরে শিহাব শাহীন বলেন, ‘বিপুল সাড়া পাচ্ছি। নাটকের একটি সংলাপে সাজু খাদেম আমার ফোন নম্বর দিয়ে দেয়। এর পর সৌদি আরব, মালয়েশিয়া, হংকং, ভারত ও দেশের বিভিন্ন জায়গা থেকে আমার নম্বরে ফোন আসছে তো আসছেই। সবাই এখন এই নাটকটির কথাই বলছেন। মাত্র নয় দিনে নাটকটির শুটিং শেষ করেছিলাম। এত সাড়া পাব, কল্পনা করিনি।’
‘নিশ্চিত প্রেমের ৭টি উপায়’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, মম, ইরেশ যাকের, সাজু খাদেম, নওশাবা, আনন্দ খালেদ, মৌসুমি হামিদ, নাঈমসহ আরো অনেকে।