এবার মন জয় করতে পারবেন অমলা?

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের অভিনেত্রী অমলা পাল। পরিচালক এ এল বিজয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কিছুদিন আড়ালে ছিলেন। গত বছর সুপারস্টার ধানুশের ‘ভিআইপি টু’ ছবি দিয়ে ফের দর্শকের মন জয় করতে আসেন অমলা। কিন্তু প্রত্যাশিত সাড়া পাননি তিনি।
‘ভিআইপি টু’র পর অমলা ইরোটিক থ্রিলার ‘থিরুত্তু পায়েল টু’ ছবিতে অভিনয় করেন। এরপর তাঁকে দেখা যায় ‘ভাস্কর অরু রাসকেল’ ছবিতে। চলতি বছরের মে মাসে মুক্তি পায় এ ছবি। সর্বশেষ তাঁকে দেখা যায় ‘রাতচাসান’ ছবিতে।
কাজ কমে এসেছে অমলা পালের। তাঁর হাতে এখন বলার মতো কোনো প্রকল্প নেই। সম্প্রতি বেশ কয়েকটি ফটোশুট করেছেন এ অভিনেত্রী। বেশ কয়েকজন প্রযোজকের কাছে পোর্টফোলিও পাঠিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, মালয়ালাম একটি ছবির জন্য নাকি তাঁকে নির্বাচন করা হয়েছে।
তামিল চলচ্চিত্র অঙ্গনে অভিনয়ের জন্যও চেষ্টা চালিয়ে যাচ্ছেন অমলা পাল। একটি সূত্র বলছে, যেহেতু তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েছে, তাই পারিশ্রমিক কমিয়ে হলেও কাজ চাইছেন তিনি।
তবে তামিল ছবিতে কাজ করা খুব কঠিন। ভাষাগত জটিলতা আছে। আর এ কারণেই নাকি তামিল পরিচালকরা খুব একটা সাড়া দিচ্ছেন না অমলাকে। তবে ‘আদাই’ ছবিতে অমলা পাল প্রধান চরিত্রে অভিনয় করছেন। এ ছবির পরিচালক রতনা কুমার।
‘আদাই’ চলচ্চিত্রের পোস্টারে অমলা। ছবি : ইনস্টাগ্রাম
‘আদাই’ ছবিতে অমলার প্রথম ঝলক এর মধ্যেই প্রকাশিত হয়েছে। এ ছবিতে বোল্ড দৃশ্যে অভিনয় করছেন বলেই প্রকাশ। এ ছবি দিয়েই ইন্ডাস্ট্রির নজরে আসতে চান অমলা। অমলাভক্তরা চাইছেন, চলচ্চিত্র অঙ্গনে ঝড় তুলুক অমলার ছবি।
তবে সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় তিনি। ইনস্টাগ্রামে তাঁর অনুসরণকারী দুই মিলিয়নের বেশি। প্রায় ছবি শেয়ার করেন অমলা। দর্শকের সঙ্গে একটা সেতু গড়তে বেশ তৎপর এ অভিনেত্রী। সূত্র : আজ কি খবর