শ্রাবণী সাহার রবীন্দ্রসংগীতের অ্যালবাম প্রকাশ
প্রকাশ হয়েছে সংগীতশিল্পী শ্রাবণী সাহার গানের অ্যালবাম ‘কী বলে করিব নিবেদন’। দীর্ঘদিন ধরে গানের জগতে থাকলেও সম্প্রতি জি সিরিজের ব্যানারে প্রকাশ হয়েছে এই শিল্পীর প্রথম একক অ্যালবাম।
অ্যালবামটি বের হয়েছে ভারতের সংগীত পরিচালক দুর্বাদল চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে। ‘পুষ্প বনে পুষ্প নাহি’, ‘আমারে ডাক দিল কে’, ‘তুমি বাহির থেকে’সহ রবীন্দ্রনাথের মোট ১০টি গান রয়েছে এ অ্যালবামে।
যশোরের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ শিল্পী শ্রাবণী সাহা । পরিবারের মাধ্যমে গানের জগতে প্রবেশ তাঁর। রবীন্দ্রসংগীতের পাশাপাশি গণসংগীত থেকে কীর্তন—সবকিছুতেই পারদর্শিতা রয়েছে এই শিল্পীর।
শ্রাবণী সাহা বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হকের ভাবশিষ্য। দীর্ঘদিন ধরে তিনি মিতা হকের সংগীত শিক্ষালয় ‘সুরতীর্থ’-এর সঙ্গে রয়েছেন।
অ্যালবাম সম্পর্কে শ্রাবণী সাহা বলেন, ‘অ্যালবামটি প্রকাশ করতে পেরে খুব ভালো লাগছে। সুন্দর করে কাজটি করতে পেরেছি। আমার সংগীত গুরু (মিতা হক) যে ধরনের গান চেয়েছিলেন, সেই ধরনের গান করতে পেরেছি।’
গানের পাশাপাশি ব্র্যাকের মানবসম্পদ বিভাগে কাজ করছেন শ্রাবণী।