‘দুপুর ঠাকুরপো’র মোনালিসার নাচ ভাইরাল

Looks like you've blocked notifications!
‘দুপুর ঠাকুরপো’ ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন ভোজপুরি অভিনেত্রী মোনালিসা।

মোনালিসাকে মনে আছে? জনপ্রিয় বাংলা ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’র দ্বিতীয় মৌসুমের ঝুমা বৌদি তিনি। যদিও ভোজপুরি চলচ্চিত্রেই খ্যাতি এ বাঙালি অভিনেত্রীর। সম্প্রতি ‘চিকনি চামেলি’ গানের তালে নাচলেন মোনালিসা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই নাচ শেয়ার করার পরই অন্তর্জালে ঝড় উঠেছে।

মোনালিসার জনপ্রিয়তা এখন আর শুধু ভোজপুরি চলচ্চিত্র জগতেই সীমাবদ্ধ নয়, জনপ্রিয় ও বিতর্কিত রিয়েলিটি শো বিগ বসের ঘরে পা রাখার পর থেকেই তিনি অন্যতম জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। আজকাল সামাজিক মাধ্যমেও তিনি অতি পরিচিত মুখ।

বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফের অত্যন্ত জনপ্রিয় গান ‘চিকনি চামেলি’র তালে নেচেছেন মোনালিসা। এই ভিডিওর মাধ্যমে মোনালিসা কি ক্যাটরিনার সাথে প্রতিযোগিতা করার চেষ্টা করলেন?

বাঙালি অভিনেত্রী মোনালিসা বহু দিন ধরেই অভিনয় করছেন। বাংলা ছেড়ে তিনি পাড়ি দিয়েছিলেন বলিউডে। কিছু দিন আগে ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’র দ্বিতীয় মৌসুমে অভিনয়ের মাধ্যমে ফের বাংলায় ফেরেন। কাজের সূত্রে কখনো কলকাতা, কখনো মুম্বাইতে থাকেন তিনি। ‘নজর’ নামের একটি হিন্দি সিরিয়ালে অভিনয় করছেন মোনালিসা। সম্ভবত সেই ধারাবাহিকের জন্যই চলছিল নাচের মহড়া।

ভিডিওতে দেখা যাচ্ছে, মোনালিসা চুড়িদার পরে ক্যাটরিনার বিখ্যাত গান চিকনি চামেলি গানের তালে নাচছেন।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বোল্ড ফটোশুটের বিভিন্ন ছবি শেয়ার করেন মোনালিসা। সে কারণে প্রায়ই খবরের শিরোনাম হন। তা ছাড়া মাঝেমধ্যেই ভিডিও পোস্ট করেন তিনি। তাঁর নাচের প্রশংসা করেন ভোজপুরি ভক্তরা।

মোনালিসা ‘বিগ বস ১০’-এ পা রাখার পর থেকেই পুরো ভারতে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। ছোটপর্দায় নিজের বিশেষ পরিচয় গড়ার পর থেকেই তাঁর ভাগ্য সুপ্রসন্ন হয়।

আসল নাম অন্তরা বিশ্বাস হলেও মোনালিসা নামেই পরিচিত তিনি।

‘ব্ল্যাকমেইল’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় মোনালিসার। এতে আরো অভিনয় করেন অজয় দেবগন ও সুনীল শেঠি। দক্ষিণী ছবিতেও অভিনয় করেছেন তিনি। ‘তওবা তওবা’ ছবিতে আমিন গাজির বিপরীতে অভিনয় করেন মোনালিসা। ২০১০ সালে কন্নড় ছবি ‘জ্যাকপট’-এও অভিনয় করেন তিনি। তবে সবচেয়ে বেশি খ্যাতি ভোজপুরি চলচ্চিত্রে। ৮০টির বেশি ভোজপুরি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

তামিল, তেলেগু ও ওড়িয়া ভাষার সিনেমায়ও অভিনয় করেছেন মোনালিসা। ইনস্টাগ্রামে তাঁর অনুসরণকারীর সংখ্যা ১.৪ মিলিয়ন। সূত্র : এনডিটিভি