জনপ্রিয় সংগীতশিল্পী মোহাম্মদ আজিজ আর নেই
চলে গেলেন বলিউডের বর্ষীয়ান সংগীতশিল্পী মোহাম্মদ আজিজ। আজ বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর প্রবীণ এই শিল্পীকে কলকাতা থেকে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়। ননবতী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিনোদন সংবাদমাধ্যম বলিউড বাবলকে মোহাম্মদ আজিজের মেয়ে সানা আজিজ বলেছেন, ‘তিনি সব সময় ভ্রমণসঙ্গী নিয়ে যেতেন। তাই আমরা শুধু তাঁদের কাছ থেকেই কল পেতাম। হৃদযন্ত্রে ব্লকের কারণে তিনি মারা গেছেন। ফ্লাইটে ওঠার আগেই তাঁর সমস্যা শুরু হয়, কিন্তু তিনি বাড়িতে ফিরতে চেয়েছিলেন। তাঁর শেষকৃত্য মুম্বাইয়ে হবে, কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত জানানো যাচ্ছে না।’
হিন্দি, বাংলা, উড়িষ্যা চলচ্চিত্রে দুই হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মোহাম্মদ আজিজ।
কলকাতায় সংগীতজীবন শুরু করলেও পরে মুম্বাইয়ে চলে যান আজিজ। জনপ্রিয় শিল্পী মোহাম্মদ রফির ভীষণ ভক্ত ছিলেন তিনি। হিন্দি ছবিতে প্লেব্যাক সংগীতশিল্পী হিসেবে তাঁর অভিষেক হয় ‘অম্বর’ (১৯৮৪) দিয়ে। তবে ‘মর্দ’ ছবিতে ‘মর্দ তাঙ্গিওয়ালা’ গান দিয়ে ব্যাপক শ্রোতাপ্রিয়তা পান। এ গানে ঠোঁট মিলিয়েছিলেন মেগাস্টার অমিতাভ বচ্চন।
মোহাম্মদ আজিজ জনপ্রিয় সুরকার রাহুল দেব বর্মণ (আর ডি বর্মণ), নওশাদ, লক্ষ্মীকান্ত-পেয়ারেলাল, বাপ্পি লাহিড়ী, আনন্দ-মিলিন্দ, নাদিম-শ্রাবণ, যতীন ললিত, অনু মালিকসহ অসংখ্য সুরকারের সঙ্গে কাজ করেছেন। তাঁর গানে ঠোঁট মিলিয়েছেন গোবিন্দ, ঋষি কাপুর, অনিল কাপুর, মিঠুন চক্রবর্তীসহ অনেকে।
আশি ও নব্বইয়ের দশকে ব্যাপক জনপ্রিয় ছিলেন মোহাম্মদ আজিজ। ‘মাই নেম ইজ লখন’, ‘লাল দোপাট্টা মাল মাল কা’, ‘অ্যায় মেরে দোস্ত লৌত কে আজা’, ‘সাওয়ান কে ঝোলন নে’সহ অসংখ্য হিট গান আছে এ গুণী শিল্পীর।