সানি লিওনের আমন্ত্রণে রেস্টুরেন্টে তাপস ও মুন্নী
সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস কিছুদিন ধরে মুম্বাইতে আছেন। সঙ্গে রয়েছেন তাঁর জীবনসঙ্গী গানবাংলা চ্যানেলের চেয়ারপার্সন ফারজানা মুন্নী। শুধু শুধু মুম্বাইতে ঘুরছেন না এই তারকা দম্পতি। এটা তাঁদের ফেসবুক টাইমলাইনে গেলেই বোঝা যাচ্ছে।
কারণ ফেসবুকে বলিউড তারকা সানি লিওন ও তাঁর স্বামী ড্যানিয়েল বেবারের সঙ্গে সেলিফ তুলে গতকাল পোস্ট করেছেন তাপস। সেলফিতে তাপসের একজন বন্ধু মন্তব্যে লিখেছেন, ‘ইনি কি আসলেই সানি লিওন? খুব সুন্দর।’
সংগীতশিল্পী আঁখি আলমগীর লিখেন,‘অসাধারণ কিছু হতে চলেছে।’ তবে কারো মন্তব্যের উত্তর দেননি তাপস। এমনকি সেলফিতেও ছিল না কোনো ক্যাপশন।
তবে গতকাল দিবাগত রাতে মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টে বসে আরো একটি ছবি শেয়ার করে তাপস লিখেছেন, ‘বন্ধু সানি ও ড্যানিয়েল আমাদের জন্য অসাধারণ খাবারের ব্যবস্থা করেছেন। সুস্বাদু খাবার ছিল। অসাধারণ সময় কেটেছে। অনেক উপভোগ করেছি।’
শোনা যাচ্ছে, তাপসের নতুন গানের ভিডিওয়ের মডেল হয়েছেন সানি লিওন। এ কারণে মুম্বাইতে গিয়েছেন তাপস। তবে এ বিষয়ে মুখ খুলেন নেই তাপস। শুধু তিনি বলেছেন, ‘দারুণ কিছু হতে চলেছে। অপেক্ষায় থাকুন।’
কৌশিক হোসেন তাপস গানের জগৎ নিয়ে সব সময় ব্যস্ত। বলিউড তারকা নার্গিস ফাখরির সঙ্গেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। গত জুলাইতে নার্গিস ফাখরির সঙ্গে বেশ কিছু ছবি ফেসবুকে শেয়ার করেছিলেন বাংলাদেশের আলোচিত এই সংগীতশিল্পী। ছবিগুলো তাঁরা তুলেছেন তুরস্কের বিভিন্ন জায়গায়। এ বিষয়ে জানতে চাইলে কৌশিক হোসেন তাপস বলেন, ‘বলিউডের মিট ব্রস ও নার্গিস ফাখরির সঙ্গে একটা গুরুত্বপূর্ণ প্রোজেক্টের কাজ করছি। এটা মুম্বাইয়ের একটা প্রোজেক্ট, গানবাংলার নয়। কিন্তু প্রোজেক্টটা নিয়ে এর বেশি কিছু এখন বলতে চাই না। একটা বড় চমক রাখতে চাই।’
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস দেশের সংগীতবিষয়ক একমাত্র চ্যানেল গানবাংলার স্বত্বাধিকারীও। গান বাংলা টিভিতে দেশি-বিদেশি কণ্ঠশিল্পী ও বাদ্যযন্ত্রীদের সমন্বয়ে ইন্টারন্যাশনাল কোলাবরেশন প্রজেক্ট ‘উইন্ড অব চেঞ্জ’ শিরোনামে প্রি-সিজন ১ ও ২ সহ মোট পাঁচটি সিজন সফল ভাবে সম্পন্ন করেছেন তিনি।
দেশের গান পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখছেন তাপস। নিয়মিত কাজ করছেন তিনি দেশ-বিদেশের সংগীত তারকাদের সঙ্গে। এ বছরে ভারত থেকে ‘দাদাসাহেব ফালকে এক্সেলেন্স’ অ্যাওয়ার্ড ২০১৮ ও ‘মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার-২০১৮’ পেয়েছেন দেশের এই গুণী সংগীতশিল্পী।