ওমর সানী-মৌসুমী জুটির ২৫ বছর

Looks like you've blocked notifications!
দেশের জনপ্রিয় জুটি ওমর সানী ও মৌসুমী। ছবি : মোহাম্মদ ইব্রাহিম

সাঈদুর রহমান সাঈদ পরিচালিত ‘মধুর ক্যান্টিন’ চলচ্চিত্রের শুটিং চলছে ঢাকার বিভিন্ন লোকেশনে। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন নায়ক ওমর সানী। ছবিতে আরো অভিনয় করছেন নায়িকা মৌসুমী। নায়ক-নায়িকা হিসেবে বাস্তবের এই জুটি গতকাল পূরণ করল ২৫ বছর। ১৯৯৪ সালের ২ ডিসেম্বর অগ্রগামী চলচ্চিত্র প্রযোজিত, দীলিপ সোম পরিচালিত ‘দোলা’ ছবির মাধ্যমে প্রথম জুটি বাঁধেন ওমর সানী ও মৌসুমী।

দীর্ঘ এই পথ চলা নিয়ে মৌসুমী এনটিভি অনলাইনকে বলেন, ‘সিনেমার পর্দায় জুটি হিসেবে আমাদের পথচলার এতটা সময় পেরিয়ে গেছে সেটা আসলে আলাদা করে ভাবার সুযোগও পাইনি। আমাদের দীর্ঘদিনের এই পথচলায় যে যে যার যার অবস্থান থেকে আমাদের পাশে ছিলেন, আমরা সবার প্রতিই আন্তরিকভাবে কৃতজ্ঞ। একজন শিল্পী বা জুটি সবার আন্তরিক চেষ্টাতেই জুটি বা একজন পূর্ণাঙ্গ শিল্পীতে পরিণত হন। ‘দোলা’ থেকে শুরু করে আজকের ‘মধুর ক্যান্টিন’ পর্যন্ত আমাদের পথচলাকে সমৃদ্ধ করতে যারাই আন্তরিকতা নিয়ে পাশে ছিলেন তাদের প্রতি মনের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

নায়ক ওমর সানী এনটিভি অনলাইনকে বলেন, ‘সিনেমার পর্দায় আমার ও মৌসুমীর পথচলার ২৫ বছর কীভাবে যে পেরিয়ে গেল তা টেরই পাইনি। সবই আল্লাহর ইচ্ছা। দর্শকের ভালোবাসায় আমরা এতটা পথ এত সুন্দরভাবে পাড়ি দিতে পেরেছি। এজন্য দর্শকদের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা, তাদের জন্য সবসময়ই আমাদের ভালোবাসা থাকবে। আমি ও মৌসুমী সবসময়ই আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাদের সুস্থ রাখেন।’

পরিবারের জন্য দোয়া কামনা করে সানী বলেন, ‘মহান আল্লাহর অশেষ রহমতে আমি ও মৌসুমী বেশ ভালো আছি, সবার দোয়ায় আমরা বেশ শান্তিতে আছি। মহান আল্লাহ আমাদের এক ছেলে এবং এক মেয়ে সন্তানের পিতা মাতা হবার তৌফিক দান করেছেন। সবাই দোয়া করবেন আমাদের ছেলে ফারদিন এবং মেয়ে ফাইজাকে যেন আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন।’

১৯৯৬ সালের ২ আগস্ট ওমর সানী ও মৌসুমী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে।   ‘দোলা’ ছাড়াও  ‘আত্ম অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরিবের রানি’, ‘প্রিয় তুমি’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’, ‘লজ্জা’, ‘কথা দাও’ ‘স্নেহের বাঁধন’ , ‘সাহেব নামে গোলাম’সহ আরো বেশ কিছু ব্যবসাসফল চলচ্চিত্রে জুটি হিসেবে কাজ করেছেন।