শিশুদের জন্য একটা কাজ করলাম : ইমন

Looks like you've blocked notifications!

সম্প্রতি ঢাকার অদূরে পুবাইলে শেষ হয়েছে ফ্যান্টাসি মুভি ‘আকাশ মহল’-এর শুটিং। ছবিটি পরিচালনা করছেন দেলোয়ার জাহান ঝন্টু। ছবিতে অভিনয় করছেন ইমন ও  আইরিন সুলতানা। বড়দের পাশাপাশি শিশুরাও ছবিটি পছন্দ করবে বলে মনে করেন নায়ক ইমন।

এনটিভি অনলাইনকে ইমন বলেন, ‘এই বিষয়ে যখন আমার সাথে কথা হয় আমি তখন থেকেই আগ্রহী ছিলাম। প্রথমত গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু স্যার ছবির পরিচারক, এরপর ছবির গল্প আমাকে আকৃষ্ট করেছে। কারণ আমি ছোট বড় সব ধরনের বাজেটের ছবিতে কাজ করেছি। অ্যাকশন ছবি, লাভ স্টোরির ছবি থেকে শুরু করে সায়েন্স ফিকশন ছবি পর্যন্ত করেছি। কিন্তু কখনো ফ্যান্টাসি ছবিতে কাজ করা হয়নি। ছোটবেলায় এমন অনেক ছবিই দেখেছি, কিন্তু এখন তো আর এমন গল্পের ছবি নির্মাণ করা হয় না।’

ছবিটি কতটা সফল হবে জানতে চাইলে ইমন বলেন, ‘আমি মনে করি, সাধারণ দর্শকদের পাশাপাশি এই ছবিটি শিশুরাও পছন্দ করবে। আমি অনেক ছবিই করেছি কিন্তু শিশুদের জন্য কোনো কাজ করা হয়নি। আসলে আমাদের দেশে এখন তামিল ছবির নকল গল্প নিয়ে বেশি ছবি হচ্ছে। শুধু গল্প নয়, মেকিংয়ের ধরনও অনেকটাই ভিনদেশি। আমাদের ছবির গল্প ও মেকিং আমাদের দেশের মতোই, তাই ছবিটি দর্শকদের ভালো লাগবে।’

শুটিংয়ের আগ্রগতি জানতে চাইলে পরিচালক  দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘ আমি মনে করি, দর্শক সব সময় ভিন্ন কিছু দেখতে চায়। সেটা ভেবেই আমি এই ছবিটি নির্মাণ করছি। এরই মধ্যে আমরা ছবির শুটিং শেষ করেছি, এখন এডিটিং করছি। আমি ধন্যবাদ দিতে চাই আমার টিমকে। কারণ তারা অনেক কষ্ট করেছে। সকাল ৯টায় আমরা ক্যামেরা ওপেন করেছি। দুপুরে খাবারের বিরতি ছাড়া টানা রাত ১০টা পর্যন্ত শুটিং করেছি। যে কারণে এত তাড়াতাড়ি কাজটি শেষ করতে পেরেছি।’

ছবিতে একজন কাঠুরিয়ার মেয়ের চরিত্রে অভিনয় করছেন আইরিন। চরিত্রের নাম বীণা। সে বিশেষ ক্ষমতার আধিকারী একজন মেয়ে। সেই ক্ষমতা দিয়ে মানুষের পাশে দাঁড়ায় সে। এক সময় জাদুকর তাকে আকাশে নিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ইমন।