পথশিশুদের সঙ্গে কেক কাটবেন বাপ্পী
আজ নায়ক বাপ্পী চৌধুরীর জন্মদিন। দিনটি স্মরণে রাখতে বিকেলে তিনি পথশিশুদের সঙ্গে সময় কাটাবেন। ২০১২ সালে ‘ভালোবাসার রং’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র শুরু করেন তিনি। নিজের কাজ দিয়ে এরই মধ্যে তিনি নিজের অবস্থান তৈরি করেছেন।
জন্মদিন নিয়ে বাপ্পী এনটিভি অনলাইনকে বলেন, ‘আমার জন্মদিনটি আমি পথশিশুদের সঙ্গে বিশেষ সময় কাটাতে চাই। বিকেলে তাদের সঙ্গে আমি কেক কাটব। এর আগেও আমি জন্মদিনগুলোতে তাদের সঙ্গে কেক কেটেছি, সময় কাটিয়েছি। তাদের নির্মল হাসি আমার জন্মদিনের সবচেয়ে বড় উপহার।’
বাপ্পী আরো বলেন, ‘গত রাত ১২টায় নিজের পরিবারের সঙ্গে কেক কেটেছি। সকাল থেকে বিভিন্ন টিভি চ্যানেলে সময় দিচ্ছি। দুপুরে নায়িকা মিষ্টি জান্নাতের সিনে ক্যাফেতে কেক কাটব। এখন পর্যন্ত ১৫টি কেক কেটেছি। সবচেয়ে ভালো লাগছে অনলাইনের মাধ্যমে সারাদেশ থেকে ভক্তরা উইশ করছেন। আমি সবার ভালোবাসায় অভিভূত। সবাই দোয়া করবেন, আমি যেন ভালো ছবি দিয়ে সবাইকে বিনোদন দিতে পারি।’
নারায়ণগঞ্জের ছেলে বাপ্পী চলচ্চিত্র জগতে তাঁর পথচলা শুরু করেন ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মাধ্যমে। প্রথম দুটি চলচ্চিত্র জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে হলেও পরে অন্য প্রযোজনা সংস্থার সঙ্গেও ছবি করেছেন বাপ্পী। প্রথম চলচ্চিত্র মুক্তির আগেই প্রায় নয়টি ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার খবরে বেশ আলোচনায় এসেছিলেন বাপ্পী। এখন পর্যন্ত ৩২টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে তাঁর।