রোহিঙ্গাদের নিয়ে তথ্যচিত্র ‘ব্লুসুমস ফ্রম অ্যাশ’

Looks like you've blocked notifications!

রোহিঙ্গাদের ২৫০ বছরের ইতিহাস নির্ভর  তথ্যচিত্র ‘ব্লুসুমস ফ্রম অ্যাশ’ নির্মাণ করেছেন নোমান রবিন। এটি প্রযোজনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রযোজক এলেক্সজেন্ডার ব্লাম। তাঁর প্রযোজনা সংস্থার নাম ব্লাম ফ্যামিলি ফাউন্ডেশন।

ক্যামেরায় ছিলেন নেপালের সারুন মানানধার এবং ধারাবর্ণনা করেছেন শাফায়াৎ ফারায়েজি।  সম্প্রতি তথ্যচিত্রটির ট্রেইলার প্রকাশ পেয়েছে।

নির্মাতা নোমান রবিন বলেন, “দেশি ও আন্তর্জাতিক সদস্যদের সমন্বয়ে পাঁচ মাসের অক্লান্ত পরিশ্রম শেষে নির্যাতিত, নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর অতীত ইতিহাস নির্ভর পূর্ণ্যদৈর্ঘ্য তথ্যচিত্র “ব্লুসুমস ফ্রম অ্যাশ’, অর্থাৎ ‘ছাই থেকে ফুল’ সম্পন্ন হয়েছে। তথ্য চিত্রের অফিশিয়াল ওয়েবসাইটে প্রেস কিট, পোস্টার ও ট্রেইলার পাওয়া যাচ্ছে। এই তথ্যচিত্রে আরাকান রাজ্যের এক হাজার ২০০ বছরের ইতিহাস সংক্ষেপে তুলে ধরা হয়েছে। যার মধ্যে মুসলমান তথা রোহিঙ্গা মুসলমান জনগোষ্ঠীর আরাকান রাজ্যে অবস্থান ও অধিকারের বিষয়টি ফুটে উঠেছে।”

পরিচালক আরো বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমারের বর্তমান সরকার প্রধান অংসান সু চি বিভিন্ন সময়ে বলে থাকেন যে, আরাকানে রোহিঙ্গা বলে কোনো গোষ্ঠী নেই এবং কোনোকালে এদের অস্তিত্ব ছিল না, এরা বাংলাদেশের নাগরিক। এই কথাটি যে পুরোপুরি ভুল তা ‘ছাই থেকে ফুল’ তথ্যচিত্রটি, ঐতিহাসিক দলিলসহ প্রমাণ করে দেবে। যদিও চলচ্চিত্রটি বর্তমানে ইংরেজি ধারাভাষ্য ব্যবহার করা হয়েছে, কিন্তু খুব দ্রুতই ক্রমান্বয়ে বাংলা, হিন্দি, ফরাসি, জার্মান ও স্প্যানিস ভাষায় ধারাভাষ্য সংযোজন করা হবে।’

২০১৮ সালের আগস্ট মাসের ১৭ তারিখ হতে ২৭ তারিখ পর্যন্ত একটনা রোহিঙ্গা ক্যাম্পে কাজ করেছে এই ছবির টিম। এ সময় ক্যাম্পে ঈদের উৎসবকে ধারণ করা হয়।

নোমান রবিন বলেন, ‘উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের তিনজন বিভিন্ন বয়সের প্রতিভাবান শিশু এবং তাদের পরিবারের গল্প উঠে এসেছে এই চলচ্চিত্রে। এই শিশুগুলো রোহিঙ্গা ক্যাম্পের অপ্রতুল ও কুটিল পরিবেশে বসবাস করছে, লেখাপড়া ও খেলাধুলার প্রতি তাদের ভীষণ আগ্রহ। ফুটফুটে নিষ্পাপ শিশুগুলোর আশা, আকাঙ্ক্ষা, আনন্দ, বেদনা, আরাকানে ফেলে আসা করুণ ইতিহাসের গল্প নিয়েই নির্মিত হয়েছে তথ্যচিত্রটি।’

অন্যদিকে, মার্কিন প্রযোজক এলেক্স বলেন, ‘ব্লাম ফ্যামেলি ফাইন্ডেশন এই তথ্য চিত্রটি নিয়ে পৃথিবীব্যাপী অনুষ্ঠিত সব ছোট–বড় চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করতে চাই। কোনো পুরস্কার প্রাপ্তির আশায় নয়, রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি শত শত বছর ধরে হয়ে চলে আসা অন্যায়ের প্রতিবাদে আন্তর্জাতিক বিবেকবান দর্শকদের জাগ্রত করাই ব্লাম ফ্যামেলি ফাইন্ডেশনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। ’

Blossoms From Ash (2019) | Trailer | Noman Robin | Blum Family Foundation from Alex Blum on Vimeo.