চলচ্চিত্র অঙ্গনে আনুশকার ১০ বছর
চলচ্চিত্র অঙ্গনে আনুশকার ১০ বছর পূর্ণ হলো। বলিউডের অন্যতম সফল অভিনেত্রী এই সুন্দরী। শুধু অভিনয়ই নয়, প্রযোজক ও উদ্যোক্তা হিসেবেও সফল তিনি। আর এ সাফল্যের কারণ হিসেবে আনুশকার বিশ্বাস, ‘ব্যতিক্রম রুচি’ তাঁকে সাহায্য করেছে।
২০০৮ সালে বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে ‘রব নে বানা দি জোড়ি’ দিয়ে অভিনয় দুনিয়ায় পা রাখেন আনুশকা। এর পর একে একে ‘ব্যান্ড বাজা বারাত’, ‘পিকে’, ‘সুলতান’, ‘এনএইচ১০’-এর মতো ব্লকবাস্টার সিনেমা আছে তাঁর ঝুলিতে।
সংবাদ সংস্থা পিটিআইকে আনুশকা শর্মা বলেছেন, ‘আমার পছন্দ সবসময় ব্যতিক্রম ছিল, কারণ এটা আমার ভেতরেই আছে। ব্যতিক্রমী রুচির কারণেই আমি সফল হয়েছি। ক্যারিয়ার শুরুই করেছিলাম একটু আলাদা ছবি দিয়ে, আর সে কারণে চলচ্চিত্র অঙ্গনে আমি নিজের ভিন্ন অবস্থান তৈরি করতে পেরেছি।’
‘আমার বিশ্বাস, সাহসীদের ভাগ্য সুপ্রসন্ন হয়। আমি ঝুঁকি নিয়ে চিন্তাও করিনি। এসব করেছি আমার স্বজ্ঞা থেকে। নিজের ভেতরটা অনুসরণ করা আমার জন্য সহজ’, যোগ করেন আনুশকা। ‘এনএইচ১০’, ‘ফিল্লাউরি ‘ও ‘পরি’ সিনেমাগুলো বেশ প্রশংসা পেয়েছিল। এ ছবিগুলোর প্রযোজক তিনি।
‘ছোট হোক আর বড় হোক, সব ছবির ক্ষেত্রেই এটা কাজ করে। দর্শক বিনোদনের জন্য মুখিয়ে থাকে। যদি কেউ মনে করে, তাঁরা বিষয়বস্তুর বাইরে; তাহলে বড় ভুল হবে। সিনেমার বিষয়বস্তু তারকা, পরিচালক বা সবকিছুর চেয়ে বড়’, বলেন আনুশকা।
একের পর এক সিনেমা করার পর আনুশকা নতুন প্রকল্পে যুক্ত হওয়ার আগে কিছুটা সময় নিচ্ছেন। চলচ্চিত্র অঙ্গনে এখন তিনি বেশ নিরাপত্তা বোধ করেন।
‘আমি নিরাপত্তা ও অবস্থানের একটা মাত্রায় পৌঁছে গিয়েছি, যেখানে আমি একটা সিনেমা করব কি করব না, সেটা ভাবার জন্য সময় নিতে পারি। আমি নবাগত নই, যাকে সিনেমা করার জন্য মুখিয়ে থাকতে হবে। এমনকি যখন নবাগত ছিলাম, তখনো এমনটা করতাম না। আমি এই অবস্থান অর্জন করেছি’, বলেন আনুশকা শর্মা।
আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাবে আনুশকা অভিনীত ‘জিরো’। আনন্দ এল রাই পরিচালিত এ ছবি ত্রিভুজ প্রেমের গল্প। বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে পর্দার রোমান্স করবেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। এরই মধ্যে প্রকাশিত হয়েছে ট্রেইলার আর তাতে ব্যাপক সাড়া পাওয়া গেছে।
এতে শাহরুখ খান বামন বাউয়া সিং চরিত্রে অভিনয় করেছেন আর ক্যাটরিনা কাইফ নেশাগ্রস্ত সুপারস্টার ববিতা কুমারীর চরিত্রে অভিনয় করেছেন। আনুশকা অভিনয় করেছেন শারীরিক প্রতিবন্ধী বিজ্ঞানী আফিয়ার চরিত্রে।
সিনেমার গল্পে দেখা যায়, বামন বাউয়া সিং সেরিব্রাল পালসি রোগে ভোগা বিজ্ঞানী আফিয়া ইউসুফজাইয়ের প্রেমে পড়ে। কিন্তু তার প্রেমকাহিনীতে নতুন মোচড় আসে, যখন সে ফের একজন মদে মত্ত অভিনেত্রী ববিতা কুমারীর প্রেমে পড়ে। পরে ববিতা তাকে অপমান করলে বাউয়া উপলব্ধি করে, সে সব শেষ করে ফেলেছে। এর পর বাউয়া ফের আফিয়াকে পাওয়ার চেষ্টা করে। শেষে কী হয়, তা জানতে ছবিটি দেখতে হবে। সূত্র : হিন্দুস্তান টাইমস