মেয়ের প্রথম সিনেমা দেখলেন সাইফ
আদরের কন্যা সারা আলি খান ‘কেদারনাথ’ সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছেন। কিন্তু মুক্তির দিন দেখতে পারেননি বাবা সাইফ আলি খান। অবশেষে কন্যার প্রথম সিনেমা দেখলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী কারিনা কাপুর খান ও শাশুড়ি ববিতা কাপুর।
সাইফ আলি খান ও তাঁর প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের বড় মেয়ে সারা আলি খান।
নিজের ব্যস্ত শিডিউল তো আছেই। এর মধ্য থেকেই সময় বের করে ‘কেদারনাথ’ দেখেছেন সাইফ। সম্প্রতি মুম্বাইয়ের জুহু স্টুডিওতে বিশেষ একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানেই কারিনা ও সাইফ সিনেমাটি দেখেন। কারিনার মা ববিতাও গিয়েছিলেন সিনেমাটি দেখতে।
কারিনা পরেছিলেন সাধারণ একটি টি-শার্ট ও কালো ট্র্যাক প্যান্ট, সঙ্গে কালো ডেনিম জ্যাকেট। আর সাইফ পরেছিলেন নীল টি-শার্ট ও ধূসর শর্টস এবং মাথায় ছিল লাল বন্দনা।
গত ৭ ডিসেম্বর মুক্তি পায় অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’। ভালো-মন্দ মিশিয়েই রিভিউ করেছেন চিত্রসমালোচকরা। তবে চলচ্চিত্র অঙ্গনের সবাই সারার অভিনয়ের প্রশংসা করেছেন।
কারিনা কাপুর, তাঁর মা ববিতা কাপুর ও সাইফ আলি খান। ছবি : সংগৃহীত
চিত্রসমালোচক শৈবাল চক্রবর্তী সারা আলি খানকে সিনেমার ‘সবচেয়ে বড় সম্পদ’ বলে বর্ণনা করেছেন। তাঁর কথায়, ‘কোনো কোনো জায়গায় সুশান্তকেও ছাপিয়ে গিয়েছেন সারা।’ ‘কেদারনাথ’ সিনেমায় সারা জুটি বেঁধেছেন ‘কাই পো চি’ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে।
বক্স অফিস সূত্র বলছে, চার দিনে ‘কেদারনাথ’ সংগ্রহ করেছে ৩১ কোটি ৭৫ লাখ রুপি। প্রথম দিন এ সিনেমা আয় করেছিল সাত কোটি ২৫ লাখ রুপি।
২০১৩ সালে উত্তরাখন্ডে হিমালয়ের কোলে অবস্থিত কেদারনাথ মন্দির ও তার আশপাশের বিশাল এলাকাজুড়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা নিয়েই তৈরি হয়েছে ‘কেদারনাথ’ চলচ্চিত্রটি।
‘কেদারনাথ’ বাস্তব ঘটনার ওপর নির্মিত। এ ছবির প্রেম রচিত হয়েছে হিন্দু তরুণী ও মুসলিম যুবার সঙ্গে। বন্যাকবলিত কেদারনাথ এলাকার ভয়াল দুর্যোগের মধ্যে কীভাবে প্রেম এগিয়ে যায়, তার গল্প দেখবেন দর্শক।
বলিউডে অভিষেকের পর খুব দ্রুতই মুক্তি পাচ্ছে সারা আলি খানের দ্বিতীয় সিনেমা ‘সিম্বা’। এ ছবিতে সারা জুটি বেঁধেছেন সদ্য বিবাহিত রণবীর সিংয়ের সঙ্গে। এ সপ্তাহের শুরুতে মুক্তি পায় এ ছবির গান ‘আঁখ মারে’। ইউটিউবে এরই মধ্যে এ গানটির দর্শক ৩৩ মিলিয়ন ছাড়িয়েছে।
সারা আলি খান এখন ‘সিম্বা’ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত। আগামী ২৮ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে। সূত্র : এনডিটিভি।