চীন থেকে দেশে ফিরলেন ঐশী
চীন থেকে দেশে ফিরেছেন ঐশী গতকাল দিবাগত রাতে। দেশে ফিরে বিশ্রাম নিচ্ছেন এই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮। এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী।
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৮তম আসরের সেরা সুন্দরীদের তালিকায় এবার বাংলাদেশের হয়ে ইতিহাস গড়েন ঐশী। বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে এবার ফাইনালে লড়াই করেন তিনি। এর আগে কোনো বাংলাদেশি ফাইনালের মঞ্চে যেতে পারেননি।
এবারের মিস ওয়ার্ল্ড বিজয়ী মেক্সিকোর ভ্যানেসা পনসে দে লিওন ঐশীকে জানিয়েছেন শুভেচ্ছা। প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে হয় ৮ ডিসেম্বর। ১০ ডিসেম্বরে মিস ওয়ার্ল্ডের আয়োজক কর্তৃপক্ষ নৈশভোজ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে ঐশীর ধারণকৃত ভিডিওতে কথা বলেন ভ্যানেসা। ঐশীকে নিয়ে ভ্যানেসার মন্তব্য করেন, ‘অনেক চমৎকার মেয়ে ঐশী। তাঁকে নিয়ে আপনারা গর্ব করতে পারেন।’
অন্যদিকে ঐশীও ভ্যানেসার প্রশংসা করে বলেন, ‘মিস ওয়ার্ল্ডের মুকুট জয়ের জন্য ভ্যানেসা ছিলেন উপযুক্ত। বিশ্ব সুন্দরীর আয়োজক কর্তৃপক্ষ কোনো ভুল করেনি। তারা কখনোই সেরা সুন্দরী নির্বাচনে ভুল করে না। ভ্যানেসার মনও অনেক সুন্দর।’
পিরোজপুরের মাটিভাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন ঐশী। ১৮ বছর বয়সী এই সুন্দরী চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন। এ বছর ৩০ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব জিতে নেন ঐশী।
ভ্যানেসা পনসে দে লিওনের সঙ্গে ঐশী। ছবি : সংগৃহীত
গত বছর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হন জেসিয়া ইসলাম। চীনের সাংহাই শহরে অনুষ্ঠিত ৬৭তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন তিনি। প্রতিযোগিতার সেরা ৪০-এ ছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম। কিন্তু সেমিফাইনাল থেকে বাদ পড়েন এই সুন্দরী। সেবার ‘মিস ওয়ার্ল্ড’ নির্বাচিত হন ভারতের মানসি চিল্লার।