বিজয়ের মাসে ‘পোস্টমাস্টার ৭১’

Looks like you've blocked notifications!

আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘পোস্টমাস্টার ৭১’। ছবিটি পরিচালনা করেছেন যৌথভাবে রাশেদ শামীম ও আবির খান। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন নায়ক ফেরদৌস ও নায়িকা মৌসুমী। ছবিটি প্রযোজনা করেছেন ফেরদৌস।

পরিচালক রাশেদ শামীম এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা আগামী শুক্রবারকে কেন্দ্র করে ছবি মুক্তির প্রস্তুতি নিচ্ছি। এরই মধ্যে প্রযোজক সমিতিতে ছবি মুক্তির জন্য নাম নিবন্ধন করেছি। আশা করি, সারা দেশে ছবিটি সাড়া জাগাবে।’

ছবির গল্প নিয়ে রাশেদ বলেন, ‘আমাদের ছবির প্রেক্ষাপট শুরু হয়েছে ১৯৬৫ সাল থেকে, শেষ হয় ১৯৭১ সালের স্বাধীনতা দিয়ে। একজন ছাত্র যখন পড়াশোনা করেন, তার কিছু স্বপ্ন থাকে। একটা বয়সে প্রেম করে। জীবনের স্বপ্ন বুনতে বুনতে নতুন চাকরিতে যোগদান করে। ঠিক এমন সময় দেশে শুরু হয় মুক্তিযুদ্ধ। যেহেতু চাকরিটি সরকারি, তাই তাকে পাকিস্তান সরকারের কথা শুনে কাজ করতে হয়। সদ্য বিএ পাস করা একটি ছাত্রের জন্য সেটা কষ্টকর। একসময় সে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করতে শুরু করে। এভাবেই এগিয়ে যায় ছবির গল্প।’

তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে রাশেদ বলেন, ‘আমাদের দেশ স্বাধীন করার জন্য সব পেশার মানুষের অংশগ্রহণ ছিল। আমি এই গল্পের মাধ্যমে পোস্টমাস্টারের ভূমিকা তুলে ধরেছি। আমি মনে করি, তরুণ প্রজন্মের সঠিক ইতিহাস, মানুষের অংশগ্রহণ ও ত্যাগের কথা জানা উচিত।’

ছবিতে মৌসুমী, ফেরদৌস ছাড়াও অভিনয় করেছেন অমিত হাসান, অভি, নিঝুম রুবিনা প্রমুখ।  ছবিটি পরিবেশনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।