এক সপ্তাহ ধরে হাসাপাতালে টেলি সামাদ
বাংলা চলচ্চিত্রের অন্যতম কৌতুক অভিনেতা টেলি সামাদ অসুস্থ। গত মঙ্গলবার থেকে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন। রক্তে লোহিত রক্তকণিকা কম হলেও আগের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে সোহেলা সামাদ কাকলী। বাবার জন্য সবার কাছে দোয়া প্রার্থণা করেছেন তিনি।
এ বিষয়ে কাকলী এনটিভি অনলাইনকে বলেন, ‘সকালে ডাক্তার দেখে গেছেন। এখন অনেকটাই ভালো আছেন বাবা। রক্তে হিমোগ্লবিন কমে গেছে। সে কারণে শরীর অনেকটাই দুর্বল। ডাক্তার বলেছেন শঙ্কার কোনও কারণ নেই। উনারা সাধ্য মতো চেষ্ট করছেন যেন বাবা দ্রুত সুস্থ হয়ে যান। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন।’
কাকলী আরো বলেন, ‘বেশ কিছু দিন ধরেই বাবা খাবার খেতে চাইছিলেন না। জোর করে তাঁকে খাওয়াতে হতো। যে কারণে তিনি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছিলেন। এমন অবস্থা দেখে আমরা গত মঙ্গলবার স্কয়ার হাসপাতালে ভর্তি করাই। প্রথম দুদিন ভালোই ছিলো। হঠাৎ করে গত শুক্রবার বাবা কেমন যেন পাগলামি করতে শুরু করেন। ডাক্তার এসে উনার অবস্থা দেখে আইসিইউতে নিয়ে যান। সেখানে দুদিন ছিলেন। গত রবিবার থেকে আবারও কেবিনে নিয়ে আসা হয়।’
ঢাকাই চলচ্চিত্রের অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ ১৯৭৩ সালে ‘কার বউ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। চার দশকে প্রায় ৬০০ চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন।