দেবলীনার নতুন গান ‘স্বপ্ন দেশে’

Looks like you've blocked notifications!
সংগীতশিল্পী দেবলীনা সুর। ছবি : সংগৃহীত

বিজয় দিবস উপলক্ষে সংগীতশিল্পী দেবলীনা সুর একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানের শিরোনাম ‘স্বপ্ন দেশে’। এর কথা লিখেছেন সুমন সাহা এবং সংগীত আয়োজন করেছেন সুমন কল্যাণ।

গানের প্রথম লাইনগুলো হলো ‘এই যে দেখো পাহাড় ঘেঁষে রৌদ্র হাসে, এই যে হাসির উচ্ছ্বাসে মেঘ দোলায় ভাসে, হলদে পাখি কাকতাড়ুয়ায় এমনি বসে, তুমি যাবে কি আমার গড়া স্বপ্ন দেশে’।

কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর করেছেন দেবলীনা নিজেই। এ বিষয়ে দেবলীনা বলেন, “দেশের গানে কণ্ঠ দেওয়ার মধ্যে আলাদা আনন্দ রয়েছে। ‘স্বপ্ন দেশে’র সুরও করেছি আমি। অন্য রকম অভিজ্ঞতা হয়েছে। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।”

‘স্বপ্ন দেশে’ গানটি গানওয়ালার ইউটিউব চ্যানেলে আজ শনিবার মুক্তি পেয়েছে। ২০১৪ সালে দেবলীনার নিজের সুর ও লেখায় মৌলিক গানের অ্যালবাম ‘জলফড়িং’ প্রকাশিত হয়। বর্তমানে গান গাওয়ার পাশাপাশি উপস্থাপনা করেও ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী।