ইউটিউবে আসাদুজ্জামান রনির ‘মা’র নাম বাংলাদেশ’

Looks like you've blocked notifications!
‘মা’র নাম বাংলাদেশ’ গানের একটি দৃশ্যে আসাদুজ্জামান রনি। ছবি : সংগৃহীত

এ সময়ের সংগীতশিল্পী আসাদুজ্জামান রনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি গেয়েছেন ‘বিদ্বেষী’ শিরোনামের একটি গান। এবার বিজয় দিবস উপলক্ষে নতুন একটি গান সম্প্রতি তিনি তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন।

গানটির শিরোনাম ‘মা’র নাম বাংলাদেশ’। এর সুর করেছেন যাদু রিছিল। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এটি লিখেছেন আসাদুজ্জামান রনি নিজেই। কথা, সুর ও সংগীতের সমন্বয় থাকলেও গানকে গান বলতে চান না আসাদুজ্জামান রনি। রনি তার কণ্ঠে ধরা কথামালার নাম দিয়েছেন স্লোগান।

এ বিষয়ে আসাদুজ্জামান রনি বলেন, “আমার গানের কথাগুলো অন্যরকম। গানের কথায় সমাজের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা থাকে। তাই আমি গান নয়, স্লোগান বলতে চাই। ‘বিদ্বেষী’ গানটি শ্রোতারা খুব ভালোভাবে গ্রহণ করেছিল। আশা করছি, ‘মা’র নাম বাংলাদেশ’ সবার পছন্দ হবে।”

 আসাদুজ্জামান রনি সংগীতচর্চার পাশাপাশি শিক্ষকতা ও বই সম্পাদনা করছেন। ভবিষ্যতে দেশের জন্য আরো বিপ্লবী গান গাইতে চান বলে জানান তিনি।