ভালোবাসার ছয় বছর
অসাধারণ সব অভিনেত্রী পেয়েছে বি-টাউন, তাঁদের অন্যতম বিদ্যা বালান। চলচ্চিত্র অঙ্গনে নিজের পারফরম্যান্স দিয়েই অসংখ্য মানুষের চিত্ত জয় করেছেন এই সুন্দরী। ২০১২ সালের ১৪ ডিসেম্বর চলচ্চিত্রনির্মাতা সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ে করেন বিদ্যা। আজ এ তারকাযুগলের ভালোবাসা-যৌথতার ছয় বছর পূর্ণ হলো।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে যুগল ছবি শেয়ার দিয়েছেন ‘ভুল ভুলাইয়া’ অভিনেত্রী বিদ্যা বালান। জানিয়েছেন বিবাহবার্ষিকীর শুভেচ্ছা। ক্যাপশনে বিদ্যা লিখেছেন, ‘আমাদের শুভ বিবাহবার্ষিকী।’
স্বামীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট দিয়ে খুব ছোটই ক্যাপশন দিয়েছেন ‘কাহানি’ অভিনেত্রী। মাঝেমধ্যে আবেগ প্রকাশে খুব বেশি শব্দ উচ্চারণ করতে হয় না, একটুতেই বলা যায় অনেক কথা; বিদ্যা বালান বোধহয় এমনটাই ভেবেছেন!
মজার ব্যাপার হলো, বিদ্যা বালান তাঁর বড় বোন প্রিয়া বালানকেও বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। বড় বোনকে খুব ভালোবাসেন বিদ্যা। একটি আবেগময় পোস্টও দিয়েছেন তিনি। বলেছেন, বোনের পদাঙ্ক অনুসরণ করে একই তারিখে বিয়ে করেছেন তিনি। অর্থাৎ একই দিনে দুই বোনের বিবাহবার্ষিকী!
ইনস্টাগ্রামে এই যুগল ছবিটি শেয়ার দিয়েছেন বিদ্যা বালান
বিদ্যা বালান বড় বোন প্রিয়া বালান ও তাঁর স্বামীর ছবি শেয়ার দিয়ে তাঁদের দীর্ঘ যৌথতার শুভেচ্ছা জানিয়েছেন।
তো, আজ বালান ও রায় কাপুর পরিবারে দু-দুটো উদযাপন। বিদ্যা ও সিদ্ধার্থকে শুভেচ্ছা জানাচ্ছেন অসংখ্য ভক্ত।
বিদ্যা বালান এখন ‘মিশন মঙ্গল’ সিনেমার কাজ করছেন। জগন শক্তি পরিচালিত এ ছবিতে আরো রয়েছেন অক্ষয় কুমার, তাপসী পান্নু, কীর্তি কুলহরি ও শরমন জোশি। আগামী বছরে ভারতের স্বাধীনতা দিবসে সিনেমাটি মুক্তি পাবে। সূত্র : বলিউড বাবল।