বিজয়ের মাসে দুটি সিনেপ্লেক্সে ‘পোস্টমাস্টার ৭১’

Looks like you've blocked notifications!
‘পোস্টমাস্টার ৭১’ ছবির পোস্টার। ছবি : সংগৃহীত

আজ ঢাকার দুটি সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ‘পোস্টমাস্টার ৭১’। ছবিটি পরিচালনা করেছেন যৌথভাবে রাশেদ শামীম ও আবির খান। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ফেরদৌস ও মৌসুমী। ছবিটি প্রযোজনাও করেছেন ফেরদৌস।

এ বিষয়ে পরিচালক রাশেদ শামীম এনটিভি অনলাইনকে বলেন, “আজ ঢাকার স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে মুক্তি পেয়েছে ‘পোস্টমাস্টার ৭১’। আমি নতুন প্রজন্মকে অনুরোধ করব আপনারা সিনেমা হলে ছবিটি দেখুন। এ দেশের সাধারণ মানুষ ও পেশাজীবী মানুষগুলো কীভাবে আমাদের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, তা জানুন। এই ছবি দেখে সবাই যেমন বিনোদন পাবেন, তেমনি মুক্তিযুদ্ধ নিয়েও জানতে পারবেন।”

এত কম সিনেমা হলে ছবিটি কেন মুক্তি দেওয়া হলো—জানতে চাইলে রাশেদ বলেন, ‘আমি আসলে এ বিষয়ে কিছু জানি না। এই ছবির পরিবেশকের দায়িত্ব পালন করছে চ্যানেল আই।’

‘পোস্টমাস্টার ৭১’ গল্প নিয়ে রাশেদ বলেন, ‘আমাদের ছবির প্রেক্ষাপট শুরু হয়েছে ১৯৬৫ সাল থেকে। শেষ হয় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ দিয়ে। একজন ছাত্র যখন পড়াশোনা করে, তার কিছু স্বপ্ন থাকে। একটা বয়সে প্রেম করে। জীবনের স্বপ্ন বুনতে বুনতে নতুন চাকরিতে যোগদান করে। ঠিক এমন সময় দেশে শুরু হয় মুক্তিযুদ্ধ। যেহেতু চাকরিটি সরকারি, তাই তাকে পাকিস্তান সরকারের কথা শুনে কাজ করতে হয়। সদ্য বিএ পাস করা একটি ছাত্রের জন্য সেটা কষ্টকর। একসময় সে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করতে শুরু করে। এভাবেই এগিয়ে যায় ছবির গল্প।’

ছবিতে মৌসুমী ও ফেরদৌস ছাড়াও অভিনয় করেছেন অমিত হাসান, অভি, নিঝুম রুবিনা প্রমুখ। ছবিটি পরিবেশনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।