সালমান-শাহরুখকে টপকে শীর্ষে দীপিকা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/12/18/photo-1545152008.jpg)
চলতি বছরে বলিউড সুপারস্টার সালমান খান, শাহরুখ খানকে টপকে ভারতীয় সিনেমায় শীর্ষ তারকা হয়েছেন দীপিকা পাড়ুকোন। আইএমডিবি-এর (ইন্টারনেট মুভি ডাটাবেজ) তালিকা অনুযায়ী ২০১৮ সালে শীর্ষে রয়েছেন সদ্য বিবাহিত এই বলিউড সুন্দরী।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন শাহরুখ খান। অনেকের কাছেই তালিকার দ্বিতীয়তে শাহরুখকে দেখাটা অবিশ্বাস্য মনে হলেও, ‘পদ্মাবত’ তারকা দীপিকা সিনেমায় সাফল্য দিয়েই শীর্ষে উঠেছেন।
চলতি বছরের শুরুতে মুক্তি পায় খ্যাতনামা নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবত’। দীপিকা পাড়ুকোন অভিনীত এ ছবি বক্স অফিসে ৩০০ কোটি রুপির বেশি আয় করে। দর্শক ও সমালোচক উভয়ের কাছ থেকেই ব্যাপক প্রশংসা পায়।
‘পদ্মাবত’ সিনেমায় রণবীর সিং অভিনয় করেন আলাউদ্দিন খিলজির ভূমিকায়, যেখানে দীপিকা পাড়ুকোন ছিলেন রানি পদ্মাবতীর ভূমিকায়। দীপিকার স্বামী রাজা রতন সিংয়ের ভূমিকায় ছিলেন শহিদ কাপুর। মুক্তির আগে ও পরে প্রচুর বিতর্ক এবং নানা সমস্যার ভেতর দিয়ে যেতে হয় এ সিনেমাকে। অবশেষে বক্স অফিসে ব্লকবাস্টার হয়।
রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের কারণেও অন্তর্জালে বেশ আলোচনায় ছিলেন দীপিকা পাড়ুকোন। সবমিলিয়েই তালিকার শীর্ষে উঠেছেন তিনি।
গত ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোতে সাতপাকে বাঁধা পড়েন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। এর পর ভারতে হয় তাঁদের তিনটি বিবাহোত্তর অভ্যর্থনা।
আইএমডিবির তালিকায় যথাক্রমে ২০১৮ সালে ভারতীয় সিনেমার শীর্ষ দশ তারকা হলেন : দীপিকা পাড়ুকোন, শাহরুখ খান, আমির খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, সালমান খান, ক্যাটরিনা কাইফ, কুবরা সৈত, ইরফান খান, রাধিকা আপ্তে ও অক্ষয় কুমার।
২০০৭ সালে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ সিনেমা দিয়ে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন দীপিকা পাড়ুকোন। নিজের অভিনয়-দক্ষতা দিয়ে আজ তিনি সবার প্রিয়। বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী দীপিকা।
দীপিকা তাঁর পরবর্তী সিনেমায় ভারতে বহুল আলোচিত এসিড সন্ত্রাসের শিকার লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে অভিনয় করবেন। বাস্তব জীবনে মাত্র ১৫ বছর বয়সে বর্বরোচিত এসিড হামলার শিকার হন লক্ষ্মী।
লক্ষ্মী আগরওয়ালের জীবনীভিত্তিক এই সিনেমা নির্মাণ করবেন পরিচালক মেঘনা গুলজার, যদিও সিনেমার নাম এখনো ঠিক করা হয়নি। এই সিনেমায় শুধু লক্ষ্মীর ভূমিকায় অভিনয়ই করবেন না দীপিকা পাড়ুকোন, প্রযোজনাও করবেন তিনি। সূত্র : বলিউড লাইফ।