সেই পুরোনো সালমানের সঙ্গে কে ইনি?
বলিউড অভিনেতা মনীশ বেহল ও আরতি বেহলের মেয়ে প্রানুতন স্মৃতির অ্যালবাম ঘেঁটে একটি অমূল্য সম্পদ খুঁজে পেয়েছেন। আর তা দেখে কয়েক মুহূর্ত থমকে যাবেন যে কেউ। প্রশ্ন জাগবে, কে এই সে কালের সুন্দরী?
ছবি দেখে মনে হচ্ছে, এটা সম্ভবত সিনেমার সেটে তোলা। ঘোড়ায় উপবিষ্ট দুজন। হাতে হাত ছোঁয়া। হলুদ জামা আর নীল জিন্স পরা সালমান খান। চোখে কালো চশমা। আর পাশের সুন্দরী কালো পোশাকে, তাঁরও চোখে কালো চশমা। সুপারস্টার সালমানের সঙ্গে কে ইনি?
উত্তরটা নিজেই দিয়েছেন বলিউডে নবাগত প্রানুতন বেহল। তিনি জানালেন, সালমানের পাশের এই নারীটি তাঁর মা। সে অনেক কাল আগের ছবি। ঘোড়ায় চড়েই নাকি মা আরতিকে সালমান বলেছিলেন তাঁর বাবাকে বিয়ে করতে!
পুরোনো দিনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার দিয়ে প্রানুতন লিখেছেন, ‘সালমান স্যার মাকে বলছেন, এসো, ঘোড়ার ওপর ওঠো আর আমার বন্ধু মন্যাকে (মনীশ) বিয়ে করো।’ নিজের বাবা মনীশ বেহলকেও ওই পোস্টে ট্যাগ করেন প্রানুতন।
‘নোটবুক’ দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে প্রানুতন বেহলের। ছবি : ইনস্টাগ্রাম
মনীশ বেহল ও আরতি ১৯৯১ সালে ‘সাজন’ সিনেমায় সহ-অভিনেতা ছিলেন। এ ছাড়া সালমান ও মনীশ ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কউন’, ‘হাম সাথ সাথ হ্যায়’-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন।
চলতি বছরের মাঝামাঝি ঘোষণা আসে, বলিউডে অভিষেক হতে যাচ্ছে আরেক তারকা পরিবারের সন্তান প্রানুতন বেহলের। কিংবদন্তি অভিনেত্রী নূতন বেহলের নাতনি প্রানুতন। আগামী বছরের ২৯ মার্চ মুক্তি পাবে তাঁর প্রথম ছবি ‘নোটবুক’। কিছুদিন আগে মুক্তির দিন ঘোষণা করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। এ ছবির প্রযোজক তিনি।
গত সেপ্টেম্বরে নিজের ইনস্টাগ্রামে পোস্টে প্রানুতনকে অভিষেকের ঘোষণা দিয়ে সালমান লিখেন, ‘এই নিন। জহির ইকবালের হিরোইন পাওয়া গেছে। প্রানুতন বেহলকে স্বাগত। নূতনজির নাতনি আমার বন্ধু মন্যা (মনীশ) ও আরতির মেয়ে বড় পর্দায় আসতে চলেছে।’
বলিউডে দুই নবাগত প্রানুতন বেহল ও জহির ইকবাল। ছবি : ইনস্টাগ্রাম
‘নোটবুক’-এ প্রানুতন জুটি বেঁধেছেন নবাগত জহির ইকবালের সঙ্গে।
‘নোটবুক’ প্রযোজনা করেছে সালমান খান ফিল্মস ও সিনে ওয়ান স্টুডিও। ভালোবাসার গল্প দিয়ে সাজানো হয়েছে ‘নোটবুক’। কাশ্মীরে এরই মধ্যে শুটিংও হয়ে গেছে। খবরে প্রকাশ, টানা দুই মাস দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই শুটিং চলেছে সিনেমাটির।
মনীশ বেহল সাবেক অভিনেত্রী নূতনের ছেলে। নূতন ষাট ও সত্তরের দশকের অসামান্য অভিনেত্রী। তিনি ‘নাগিনা’, ‘সীমা’, ‘সুজাতা’, ‘বন্দিনী’, ‘চালিয়া’, ‘ম্যায় তুলসী তেরে অঙ্গন কি’, ‘তেরে ঘর কি সামনে’র মতো সিনেমায় অভিনয় করেছেন। সূত্র : এনডিটিভি।